
রাত পেরোলেই বাঙালির প্রিয় উৎসব দোল পূর্ণিমা ৷ ১৪ মার্চ(শুক্রবার) সকালে সেই কারণেই যাত্রীসংখ্যা তুলনামূলকভাবে কম থাকবে এমনটা আশা করে হাওড়া বিভাগের ৬৫টি ইএমইউ লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হল ৷ পূর্ব রেলের তরফে গতকাল, বুধবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। কোন কোন রুটে ট্রেন বাতিল থাকছে, জেনে নিন বিস্তারিত ৷
CANCELLATION OF SOME EMU SUBURBAN TRAINS OVER HOWRAH DIVISON ON THE DAY OF DOLYATRA pic.twitter.com/Myu4pGXXNr
— Eastern Railway (@EasternRailway) March 13, 2025
হাওড়া-বর্ধমান (মেইন লাইন)
আপ ট্রেন: 37819, 37771, 37843
ডাউন ট্রেন: 37822, 37612
হাওড়া-বর্ধমান (কর্ড লাইন)
আপ ট্রেন: 36071, 36817, 36825, 36827, 36081, 36033
ডাউন ট্রেন: 36072, 36814, 36830, 36834, 36082, 36034, 36840
হাওড়া-ব্যান্ডেল (মেন লাইন)
আপ ট্রেন: 37213, 37215, 37219, 37221, 37227, 37243, 37201, 37511
ডাউন ট্রেন: 37224, 37202, 37232, 37236, 37240, 37246, 37512
হাওড়া-শেওড়াফুলিঃ
আপ ট্রেন: 37041, 37045, 37047, 37049, 37055
ডাউন ট্রেন: 37042, 37046, 37048, 37050, 37056
হাওড়া-শ্রীরামপুরঃ
আপ ট্রেন: 37011, 37013
ডাউন ট্রেন: 37012, 37014
হাওড়া-তারকেশ্বরঃ
আপ ট্রেন: 37307, 37313, 37327, 37411
ডাউন ট্রেন: 37308, 37328, 37338, 37412
নৈহাটি-ব্যান্ডেল
আপ ট্রেন: 37527, 37531, 37535
ডাউন ট্রেন: 37528, 37532, 37536
বর্ধমান-কাটোয়া
আপ ট্রেন: 35013, 35019
ডাউন ট্রেন: 35014, 35020