গত শনিবার রাত থেকে মেঘভাঙা বৃষ্টিতে ভেসে গিয়েছে উত্তরবঙ্গের (North Bengal Flood) তিন জেলা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিংয়ের পর দুর্যোগের ভ্রুকুটি দেখা যাচ্ছে কোচবিহারে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকঘন্টার মধ্যেই ভারী বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই জেলাতেও। ইতিমধ্যেই টানা বৃষ্টির কারণে ঘরছাড়া হয়েছেন অসংখ্য মানুষ। জলে ডুবেছে ৫০০-র বেশি ঘরবাড়ি। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী কমপক্ষে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। নিখোঁজ রয়েছে বহু মানুষ। জল বেড়েছে গরুমারা, ডুয়ার্সের বনাঞ্চলগুলি। এই অবস্থায় সেনা বাহিনী ব্যস্ত রয়েছে উদ্ধারকার্যে।
হিমালয়ের আশেপাশের রাজ্যগুলিতেই ঘটছে দুর্যোগ
তবে গতকাল থেকে উত্তরবঙ্গের যেরকম পরিস্থিতি, আজ থেকে কয়েকমাস আগে উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর ও হিমাচল প্রদেশেও একই পরিস্থিতি লক্ষ্য করা গেছিল। অর্থাৎ চলতি বছরে একইভাবে ভূমিধস ও মেঘভাঙা বৃষ্টি হয়েছিল এই পাহাড়ি এলাকাগুলি। আর সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল এই পাহাড়ি এলাকাগুলি হিমালয়ের আশেপাশেই রয়েছে। এই ধরনের ঘটনাগুলি হওয়ার পেছনে বড়সড় দুর্যোগের আশঙ্কা করছেন পরিবেশবিদদের একাংশ।
চালু হয়েছে হেল্পলাইন নম্বর
এদিকে বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে প্রতি মুহূর্তে খোঁজখবর নিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই জেলাগুলিতে কেউ কোনও সমস্যায় পড়লে তাঁরা যাতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তার জন্য খোলা হয়েছে হেল্পলাইন নম্বর। এই হেল্পলাইন নম্বরগুলি হচ্ছে +91 33 2214 3526 / 2253 5185 | 1070।