Coronavirus In West Bengal: ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ হাজার ১৯৮ জন, মৃত্যু ২৭ জনের
(Photo Credits: PTI)

কলকাতা, ১৮ জুলাই: রাজ্যে (West Bengal) আবারও একদিনে করোনার (Coronavirus) রেকর্ড সংক্রমণ। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ হাজার ১৯৮ জন। মৃত্যু হয়েছে ২৭ জনের। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪০ হাজার ২০৯ জন। মৃতের সংখ্যা বেড়ে হল ১ হাজার ৭৬ জন। রাজ্যে মোট সুস্থ হয়েছেন ২৩ হাজার ৫৩৯ জন। সুস্থতার হার ৫৮.৫৪ শতাংশ।

রাজ্যে করোনা পরিস্থিতি সঙ্কটজনক নয় বলে জানিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে আতঙ্কের কিছু নেই। চিকিৎসাধীন করোনা আক্রান্তদের মধ্যে ৭২% উপসর্গহীন। গুরুতর অসুস্থের সংখ্যা মাত্র ৪.৫%। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার সম্পূর্ণ প্রস্তুত। তিনি জানান, আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি হলেও রাজ্যে মৃত্যুর হার অত্যন্ত কম। প্রায় ২.৭৬ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে। মুখ্যসচিব জানান, বাংলায় এখনও বেডের অভাব শুরু হয়নি। কলকাতাতেও এখনও ১ হাজার ৫০০টি বেড ফাঁকা রয়েছে। সেফ হোমেও ৬ হাজার বেড ফাঁকা রয়েছে। আরও পড়ুন: BJP-TMC Clash At Jagatdal: বিজেপির মিছিল ঘিরে রণক্ষেত্র জগদ্দল, ব্যাপক বোমাবাজি

ফের কি পূর্ণ লকডাউনের পথে হাঁটবে রাজ্য? এই প্রশ্নে মুখ্যসচিব জানিয়ে দিলেন, আপাতত এমন কোনও সম্ভাবনা নেই। তাঁর আশ্বাস, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রাজ্যের করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।