Partha Chatterjee (Photo Credits: IANS)

একজনের মত ছিল জামিনের পক্ষে, তবে অপরজনের মত ছিল বিপক্ষে। আর এই মতপার্থক্যের মাঝে আবারও ঝুলে রইল পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ভাগ্য। বুধবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ ৯ জনের জামিনের মামলার শুনানি ছিল বিচারপতি অরিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহার ডিভিশন বেঞ্চে। আর সেখানেই এই মামলার চার দালাল কৌশিক ঘোষ, সুব্রত সামন্ত, চন্দ মণ্ডল ও আলি ইমামের জামিন দুই বিচারপতি মঞ্জুর করে দিলেও পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, সুবিরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন নিয়েই মতানৈক্য দেখা গেল দুই বিচারপতির মধ্যে।

জানা যাচ্ছে, বিচারপতি অরিজিৎ গঙ্গোপাধ্যায়ে জামিনের পক্ষে মত দিলেও বিচারপতি অপূর্ব সিনহার সায় ছিল না। আর সেই কারণেই আপাতত পার্থ সহ ৫ জনের জামিন ঝুলে রইল। এক্ষেত্রে হাইকোর্টের প্রধান বিচারপতি এই মামলা পাঠিয়ে দেবেন তৃতীয় কোনও বিচারপতির কাছে। তিনি বিষয়টি খতিয়ে দেখে বিচার করবেন আদৌ পার্থরা জামিন পাবেন কিনা।

এদিনের শুনানিতে বিচারপতি অপূর্ব সিনহা জানিয়েছেন, এরা সকলেই প্রভাবশালী ব্যক্তি। ফলে এরা বাইরে বেরিয়ে গেলে এই মামলাকে বিভিন্নভাবে প্রভাবিত করতে পারেন। সেই কারণেই বিচারপতি সিনহা এদিন তাঁদের জামিন মঞ্জুর করেননি। অন্যদিকে অবশ্য বিচারপতি বন্দ্যোপাধ্যায় তাঁদের জামিন মঞ্জুর করেছিলেন। ফলে আপাতত ৫ জন জেলবন্দিই থাকবেন পরবর্তী শুনানি পর্যন্ত।