
কলকাতাঃ তপ্ত গরমে (Heat)পুড়ছে বঙ্গ। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। সোমরাতে চমকে দেওয়া বৃষ্টির (Rain) পর মঙ্গলে ফের তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা উপকূলবর্তী জেলাগুলিতে। মঙ্গলবার, গঙ্গা সংলগ্ন জেলা ও ঝাড়খণ্ডে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আজ মঙ্গবার, দিনভর শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রির আশেপাশে।
বঙ্গের কোন কোন জেলায় তাপপ্রবাহের চোখ রাঙানি?
অন্যদিকে, আজ ১৩ মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকতেঁ চলেছে বর্ষা। স্বাভাবিকভাবে প্রতিবার আন্দামানে বর্ষা প্রবেশ করে ২২ মে, নিকোবর দীপপুঞ্জে বর্ষা ঢোকে ২১ মে। এবার স্বাভাবিকের চেয়ে ৯ দিন আগেই আন্দামান নিকোবর দীপপুঞ্জে ঢুকতে চলেছে বর্ষা। সেই সঙ্গে জানা যাচ্ছে, কেরলেও সময়ের আগেই এবার ঢুকতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার পর্যন্ত বঙ্গে অস্বস্তিকর পরিস্থিতি জারি থাকবে। বিকেলের দিকে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রায় খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বিশেষ করে দক্ষিণবঙ্গে আজ থেকে আগামী ৬ দিন পমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই।
সময়ের আগেই ঢুকছে বর্ষা, ফের বঙ্গে তাপপ্রবাহের সতর্কতা
#𝐈𝐌𝐃 𝐖𝐞𝐚𝐭𝐡𝐞𝐫 𝐅𝐨𝐫𝐞𝐜𝐚𝐬𝐭 ||
☀️ Heatwave expected in Gangetic West Bengal and Jharkhand today.
🌤️ Hot, humid weather likely in Sub-Himalayan West Bengal, Tamil Nadu, Puducherry, and Bihar; warm nights in Eastern Uttar Pradesh.
🌧️ Light to moderate to heavy… pic.twitter.com/pXlt1AESbh
— All India Radio News (@airnewsalerts) May 13, 2025