Heatwave (Photo Credit: X@MeteoraWeather)

নয়াদিল্লিঃ বঙ্গজুড়ে অস্বস্তিকর পরিস্থিতি। ভ্যাপসা গরমে (Heat) নাজেহাল বঙ্গবাসী। নেই বৃষ্টির দেখা। আপাতত শুষ্ক গরম অব্যাহত বলেই জানিয়েছে আলিপুর (Alipore) আবহাওয়া দফতর। আজ, মঙ্গলবার তাপমাত্রা আরও বাড়বে বলে জানা গিয়েছে। ১, ২ ডিগ্রি নয় এক লাফে ৪ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। মঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি। সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকলেও গুমট গরম থেকে মিলবে না মুক্তি। বুধবার থেকে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা। ইতিমধ্যেই বুধবার থেকে শুক্রবার পর্যন্ত মোট পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া।

বুধে এক লাফে বাড়বে গরম, বৃষ্টির আশা রয়েছে?

সপ্তাহ শেষে অর্থাৎ শনিবার ও রবিবার কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা র‍য়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। অন্যদিকে সপ্তাহান্তে কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে ৷ বুধে উত্তরবঙ্গের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ৪-৫ দিন একই থাকবে তাপমাত্রা। বুধে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

৫ জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা, বুধে কেমন থাকবে আবহাওয়া?