কলকাতা, ১ জানুয়ারি: আজ ইংরেজি বছরের শুভ নববর্ষ ২০২০ (Happy New Year 2020)। মানুষের মধ্যে আছে অদম্য ধৈর্য্য, লড়ে যাওয়ার অসীম ক্ষমতা। প্রতিদিনের জীবনে শুধুই যুদ্ধ আর সংঘর্ষ। বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে যুদ্ধ, সংঘর্ষ করতে হয়। ধ্বংসস্তূপের মধ্যে থেকেও ফের বেঁচে ওঠার আর্তি। তাইতো খারাপ ভালো সাদা কালো সবেতেই এই শ্রেষ্ঠ জীব নিজের প্রতিক্রিয়া জানায়। স্মৃতিতে বাঁধিয়ে রাখে অনন্ত ভাললাগা সঙ্গে তীব্র বেদনাও। সেরকমই এক নতুন সকাল নিয়ে আগমণ জানাল বর্ষবরণকে।
আজ সকালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee) নববর্ষের শুভেচ্ছা (Wishes) জানিয়ে টুইট (Tweet) করেন।সকলের স্বপ্ন পরিপূর্ণ হোক, নতুন সকাল সকলের জীবনে যেন নতুন দিগন্ত নিয়ে আসে সেই কামনাই করেন। তিনি টুইট করেলেখেন ,"সকলকে জানাই ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা। ২০২০ এক নতুন ভোর আনুক, নতুন আশায় পরিপূর্ণ হোক সকলের জীবন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।" খুশিরবার্তা দিয়ে বছরের প্রথমদিনকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী।
May the #NewYear 2020 brings with it new hope, a new dawn and happiness for everyone. #HappyNewYear
সকলকে জানাই ইংরাজি নতুন বছরের
শুভেচ্ছা|২০২০ এক নতুন ভোর আনুক,
নতুন আশায় পরিপূর্ণ হোক সকলের
জীবন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন pic.twitter.com/5scvhSu3iq
— Mamata Banerjee (@MamataOfficial) January 1, 2020
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েইছে। এখনও কমেনি জনজাতির রোষ। সিএএ (CAA), এনআরসি (NRC) নিয়ে উত্তাল গোটা দেশ। হয়ত আগামী দিনে পরিস্থিতি আরও জটিল হবে। তবুও, নতুন বছরকে স্বাগত না জানালেই নয়। আর তাই সমস্ত বাদবিবাদ ভুলে দেশের রাজনৈতিক নেতা নেত্রীরা জানালেন নববর্ষের শুভেচ্ছা।