ময়নাগুড়ি, ১৩ জানুয়ারি: জলপাইগুড়ির ময়নাগুড়িতে লাইনচ্যুত (Derail) পটনা-গুয়াহাটি বিকানের এক্সপ্রেস (Guwahati-Bikaner Express)। ট্রেনের চারটি কামরা লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার ময়নাগুড়ির দোমোহনি (Domohani )এলাকায় বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক। আহতের সংখ্যা শতাধিক। আহতদের ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার সময় ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার ছিল বলে প্রাথমিক ভাবে খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ট্রেনের মোট ১২টি কামরা ক্ষতিগ্রস্ত। একটি কামরা নেমে গিয়েছে নয়নজুলিতে। কয়েকটি কামরা একে অপরের উপরে উঠে গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। গ্যাস কাটার দিয়ে ট্রেনের কামরা কেটে যাত্রীদের বের করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উদ্ধারকারী দলও।
ইতিমধ্যেই আশপাশের সদর হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। আহতদের ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়াও জলপাইগুড়ি সদর হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অতিরিক্ত বেড তৈরি রাখতে বলা হয়েছে। গুরুতর জখম যাত্রীদের প্রয়োজনে সেখান নিয়ে যাওয়া হবে।
Guwahati-Bikaner Express 15633 (up) derailed at about 5 pm this evening. Details awaited pic.twitter.com/It93WwAsu8
— ANI (@ANI) January 13, 2022
দুর্ঘটনায় রেলের তরফে উচ্চ পর্য়ায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রেলের তরফে হেল্পলাইন নম্বর চালু করেছে রেল। হেল্পলাইন নম্বরটি হল-৮১৩৪০৫৪৯৯, ০৩৬১২৭৩১৬২২ ও ০৩৬১২৭৩১৬২৩। কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকের মাঝেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে ট্রেন দুর্ঘটনার বিষয়ে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
#UPDATE | High-level Railway Safety inquiry ordered in the Guwahati-Bikaner Express 15633 derailment; Railway Helpline numbers - 03612731622, 03612731623: Indian Railways
— ANI (@ANI) January 13, 2022