Guwahati-Bikaner Express Derail (Photo Credits: ANI)

ময়নাগুড়ি, ১৪ জানুয়ারি: গতকাল বিকেলে উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। ময়নাগুড়ি এবং দোমোহনির মাঝে গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস লাইনচ্যুত (Guwahati-Bikaner Express Derailment) হয়। যার জেরে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু নিশ্চিত করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল (Northeast Frontier Railway)। আহতের সংখ্যা কমপক্ষে ৫০। তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, ময়নাগুড়ি ও জলপাইগুড়ি হাসপাতালে চিকিৎসা চলছে। উদ্ধারকাজ শেষ হয়েছে। এখন রেল লাইন থেকে ইঞ্জিন ও কামরাগুলি সরানোর কাজ চলছে।

আজই দুর্ঘটনাস্থলে যাবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। গতরাতেই হাওড়া স্টেশনে পৌঁছে যান। তার পর বিশেষ ট্রেনে করে ময়নাগুড়ির দুর্ঘটনাস্থলে রওনা হন। আজ সকালেই সেখানে পৌঁছে যাওয়ার কথা তাঁর। হাওড়া স্টেশনে রেলমন্ত্রী বলেন, "দুঃখজনক ঘটনা। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকি যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটল তারও তদন্ত হবে।" আরও পড়ুন: Guwahati-Bikaner Express Derailment: উদ্ধারকাজ পর্যবেক্ষণ রাজ্যের আধিকারিকদের, আহতদের চিকিৎসা পরিষেবার ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পরই বিষয়টি নিয়ে খোঁজ খবর শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের আধিকারিকরা গোটা ঘটনার তদারকি করছেন। জেলাশাসক, পুলিশ সুপার সহ পদস্থ আধিকারিকরা নিজেরা থেকে গোটা ঘটনার তদারকি করছেন বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি যাঁরা আহত হয়েছেন, তাঁদের সমস্ত ধরনের চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।