
কমিউনিকেশন বেসড্ ট্রেন কন্ট্রোল বা সিবিটিসি সিস্টেমের কাজ চলবে কলকাতা মেট্রোর গ্রিন লাইনে । তার জেরে পর পর দু’দিন বন্ধ থাকবে পরিষেবা। আগামী ৮ মার্চ শনিবার ও ৯ মার্চ রবিবার গ্রিন লাইনে কোনও মেট্রো পরিষেবা মিলবে না। শনি-রবি ছাড়াও আগামী শুক্রবার (৭ মার্চ) এবং সোমবার (৯ মার্চ) ওই দুই রুটে মেট্রো পরিষেবা আংশিক ব্যাঘাত ঘটবে। শুক্রবার বিকেলের পর এবং সোমবার সকালে, বেশ খানিকটা সময় পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
মেট্রো রেল জানিয়েছে, শুক্রবার শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে সন্ধে ৭টা ৩ মিনিটে। উল্টো দিকে, সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ আসার শেষ মেট্রো ছাড়বে সন্ধে ৭টা ৫ মিনিটে। এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো পাওয়া যাবে সন্ধ্যা ৭টায়।মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
Important Alert for #Metro Commuters!
No Metro services on #GreenLine 1 & 2 on 8th #March (#Saturday) & 9th March (#Sunday),2025 due to #CBTCSignalingSystem testing.
There will be partial service modification on 7th March (#Friday) evening and 10th March (#Monday) morning.… pic.twitter.com/FzGwe5pZIQ
— Metro Railway Kolkata (@metrorailwaykol) March 4, 2025
গ্রিন লাইনে ৭ মার্চ শুক্রবার দিনের শেষ পরিষেবা :
গ্রিন লাইন ১ঃ শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার শেষ মেট্রো 9টা 35 মিনিটের পরিবর্তে 7টা 03 মিনিটে পাওয়া যাবে ।
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো রাত 9টা 40 মিনিটের পরিবর্তে মিলবে সন্ধে 7টা 05 মিনিটে ।
গ্রিন লাইন ২ঃ এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো রাত 9টা 45 মিনিটের পরিবর্তে মিলবে সন্ধে 7টার সময় ।
গ্রিন লাইনে ১০ মার্চ সোমবার দিনের প্রথম মেট্রোর সময় :
গ্রিন লাইন ১ঃ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 7টা 05 মিনিটের পরিবর্তে মিলবে সকাল 8টা 05 মিনিটে ।
শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 6টা 55 মিনিটের পরিবর্তে মিলবে সকাল 8টা 15 মিনিটে ।
গ্রিন লাইন ২ঃ এসপ্ল্যানেড ও হাওড়া ময়দান থেকে সকাল 7টার পরিবর্তে মেট্রো মিলবে সকাল 8টার সময় ।