কলকাতা: কেন্দ্রের হারে ডিএ (DA) দেওয়ার দাবিতে আগামী ২০-২১ তারিখ কর্মবিরতির (pen-down) ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের (Govt of WB employees) কয়েকটি সংগঠন। তাদের এই কর্মসূচী রুখতে এবার কড়া পদক্ষেপ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Mamata's Government)। শনিবার অর্থ দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে, ওই দুদিন কাজে যোগ না দিল সার্ভিস রুল ব্রেক বলেই ধরা হবে।
১৫ তারিখ রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ৩ শতাংশ মহার্ঘভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু, তাতে আরও যেন ক্ষেপে উঠেছেন ডিএ-এর দাবিতে বিক্ষোভকারীরা। বিভিন্ন ক্ষেত্রে দেদার টাকা খরচা করেও বকেয়া ডিএ কেনা মেটানো হচ্ছে না তা নিয়ে আন্দোলনে সামিল সরকারি কর্মচারীদের একাংশ। কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ দিতে হবে বলেই তাঁদের দাবি। এর জন্যই আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা।
শনিবার তার তীব্র বিরোধিতা করে অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, ওইদিন সরকারি কর্মী ও সরকারের সাহায্য প্রাপ্ত সমস্ত অফিসে হাজিরা বিষয়টি বিশেষভাবে নজরে রাখবে রাজ্য। ওই দিনগুলোয় অফিসে হাজিরা দিতেই হবে। ক্যাজুয়াল লিভ বা অন্য কোনও ধরনের ছুটি নেওয়া যাবে না। স্কুল এবং সরকারি সাহায্য-প্রাপ্ত প্রতিষ্ঠানগুলির কর্মীদের অবশ্যই হাজিরা দিতে বলা হয়েছে। এমনকী কোনও হাফ-ডে কাজও গ্রাহ্য হবে না। গোটা দিনের হাজিরা থাকতে হবে। যাঁরা ১৭ তারিখ ছুটি নিয়েছেন, তাঁদের অবশ্যই ২০ তারিখ কাজে যোগ দিতে হবে। যদি কোনও সরকারি কর্মচারী ওই দিনগুলিতে কাজে অনুপস্থিত থাকেন, তাহলে তা সার্ভিস ব্রেক হিসেবে গণ্য হবে এবং ওই দিনের বেতন তাঁরা পাবেন না। তবে বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। যদি কোনও কর্মচারী হাসপাতালে ভর্তি থাকেন, যদি পরিবারের কারও মৃত্যু হয়, যদি কেউ শারীরিক অসুস্থতার কারণে ১৭ তারিখের আগে থেকে ছুটিতে থাকেন, তাঁদের ক্ষেত্রে এই কড়াকড়ি থাকছে না। পাশাপাশি ১৭ তারিখের যে সব সরকারি কর্মচারীর চাইল্ড কেয়ার লিভ, ম্যাটারনিটি লিভ, মেডিক্যাল লিভ বা আর্নড লিভ অনুমোদন পেয়ে গিয়েছে, তাঁদেরও এই কড়াকড়ির মধ্যে পড়তে হবে না। আরও পড়ুন: শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে একদিনে কলকাতায় হাসপাতালে ভর্তি ১১৫ জন, জানাল আমরি কর্তৃপক্ষ
In view of call by some orgs for pen-down/strike on the 20-21 Feb, it has been decided that all State Govt offices including those provided with Grants-in-Aid by the State Govt including educational institutions shall remain open & all employees must report for duty: Govt of WB
— ANI (@ANI) February 18, 2023