প্রতীকী ছবি

কলকাতা: শনিবার সন্ধ্যা পর্যন্ত কলকাতার (Kolkata) আমরি হাসপাতালে (AMRI Hospitals) একদিনে ১১৫ জন রোগী শ্বাসকষ্টজনিত সমস্যার (respiratory issues) কারণে ভর্তি হয়েছে (admitted) বলে জানাল হাসপাতাল কর্তৃপক্ষ।

এর মধ্যে ৫ জন শিশু-সহ মোট ২২ জন ভর্তি রয়েছে আইসিইউ বা এইচডিইউ (ICU/HDU)-তে। ভর্তি হওয়া বেশিরভাগ প্রাপ্তবয়স্ক রোগীই ভুগছেন অ্যাডেন ভাইরাস (adenovirus). নন কোভিড করোনা ভাইরাস (non-COVID coronavirus), ইনফ্লুয়েঞ্জা (influenza), প্যারা ইনফ্লুয়েঞ্জা (para influenza), রাইনোভাইরাস (rhinovirus)-সহ বিভিন্ন শ্বাসকষ্টজনিত রোগে।