কলকাতা, ২৯ মার্চ: করোনাভাইরাসের (Coronavirus outbreak) মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (West Bengal Chief Minister Mamata Banerjee) প্রশংসা করলেন রাজ্যপাল জগদীপ ধনখর (Governor Jagdeep Dhankhar)। রাজনীতির ঊর্ধ্বে উঠে লড়াই করার আহ্বান জানান রাজ্য়পাল। রবিবার, টুইট করে তিনি বলন, "রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যে ভাবে করোনাভাইরাসের মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তা প্রশংসনীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নজির রেখেছেন। রাজ্য়কে ১০ হাজার করোনাভাইরাস পরীক্ষার কিট পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। আসুন আমরা চূড়ান্ত-সতর্ক থাকি। রাজনৈতিক ঊর্ধ্বে থেকে কঠিন সময়ে লড়াই করতে হবে।"
শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে, তার প্রশংসা করেছেন তিনি। তবে তিনি একা নন, মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) এবং বিদেশমন্ত্রী এস জয়শংকরও (External Affairs Minister S Jaishankar)। তাঁরা গোটা পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন। রাজ্যকে সমস্তরকম সহযোগিতার আশ্বাস দেন। নবান্ন সূত্রে খবর, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে অন্তত ১০ মিনিট কথা হয়। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে দু'জনের মধ্যে কথা হয়। লকডাউন চলাকালীন নাগরিকদের সহায়তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের নেওয়া পদক্ষেপেরও প্রশংসা করেছেন মোদি। আর্থিক প্যাকেজের জন্য প্রধানমন্ত্রীকে পালটা ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। আরও পড়ুন: PM On Maan Ki Baat: 'সামাজিক দূরত্ব বাড়ান এবং মানসিক দূরত্ব হ্রাস করুন', 'মন কি বাত'-এ বার্তা দিলেন নরেন্দ্র মোদি
অন্যদিকে, লকডাউন সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রী চাইলে আধা সামরিক বাহিনী মোতায়েন করতে পারে কেন্দ্র। শুক্রবার মমতা ব্যানার্জিকে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, অমিত শাহ মমতা ব্যানার্জিকে বলেন, "মানুষ লকডাউন না মানলে আধা সামরিক বাহিনী নামাতে হবে। প্রয়োজন হলে বলবেন। ইতস্তত করবেন না।"