Photo Credits: ANI

খড়গ্রাম: পঞ্চায়েত নির্বাচনকে (West Bengal Panchayat Elections 2023) কেন্দ্র করে হিংসার (violence) পরিবেশ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। মনোনয়ন পর্ব থেকে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে গণ্ডগোল (Clash)। নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই রাজ্যের নানা প্রান্ত থেকে ঝামেলার খবর আসছে। এই ধরনের ঘটনার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই শাসকদলের দিকে অভিযোগের আঙুল তুলছে বিরোধীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারার জন্য কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) সবাই ভর্ৎসনা করছে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে (West Bengal State election commissioner Rajiv Sinha)।

তবে শুধু ভর্ৎসনাই নয়, ভাঙড় থেকে কোচবিহার যেখানেই নির্বাচনের কারণে মানুষকে খুন করা হয়েছে সেখানে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের প্রয়োজনীয় সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি প্রশাসনকে খুনিদের অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই সঙ্গে হিংসার ঘটনা আটকানোর জন্য রাজভবনে পিস রুম খোলার পাশাপাশি কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়ের নেতৃত্বে পিস এবং হারমনি কমিটিও গড়েছেন।

শুক্রবার মুর্শিদাবাদের (Murshidabad) খড়গ্রাম ব্লকের (Khargram block) রতনপুর গ্রামে (Ratanpur village) গুলিতে মৃত (shot dead) কংগ্রেস কর্মী (Congress worker) ফুলচাঁদের (Phoolchand) বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁকে হাতের কাছে পেয়ে নিজেদের মনের ক্ষোভ উগরে দিয়ে একাধিক অভিযোগ (complaints) জানান মৃত কংগ্রেস কর্মী ফুলচাঁদের পরিবারের (Phoolchand's family) সদস্যরা। সেই সঙ্গে রতনপুর গ্রামের বাসিন্দারা এই খুনের ঘটনার তদন্ত (investigate) যাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)-কে দিয়ে করানো হয় তার দাবি করেন রাজ্যপালের কাছে। সিভি আনন্দ বোস গ্রামবাসীদের এই দাবি পূরণ করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি পুলিশকে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে কড়া শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। আরও পড়ুন: Mamata Banerjee Discharged From SSKM: এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভিডিয়ো