গত সপ্তাহ থেকেই অশান্ত ছিল মুর্শিদাবাদ। তবে রবিবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার এখনও পর্যন্ত নতুন করে কোনও অশান্তি হয়নি। অন্যদিকে ধুলিয়ান, সুতি ও সামশেরগঞ্জ থেকে একাধিক ঘরছাড়া মানুষের একাংশ মালদায় রয়েছে। তাঁরাা অনেকেই আতঙ্কে বাড়ি ফিরতে চাইছেন না। এদিকে আজই দিল্লি থেকে ফিরেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। সূত্রের খবর, তিনি মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্থ এলাকাগুলি পরিদর্শনের জন্য যেতে পারেন।
মুর্শিদাবাদ যাবেন রাজ্যপাল
এই প্রসঙ্গে রাজ্যপাল বোস বলেন, আমি দিল্লিতে গিয়েছিলাম। বাংলায় ফিরে আগে মুর্শিদাবাদ যাব। ক্ষতিগ্রস্থ এলাকাগুলিতে গিয়ে দেখব, বাস্তবে কী কী ঘটেছে। আমি কিছু ক্ষতিগ্রস্থদের সঙ্গে দেখা করবস, তাঁরা কী সমস্যায় পড়েছেন তা বোঝার চেষ্টা করব এবং তারপরেই এই প্রসঙ্গে মন্তব্য করতে পারব। দূরে থেকে এই নিয়ে এখনই কোনও মন্তব্য করা উচিত নয়।
দেখুন রাজ্যপালের বক্তব্য
#WATCH | On the law and order situation in Murshidabad, West Bengal Governor CV Ananda Bose says, "I had been to Delhi, and I am going to field and to know what happens in reality. I will also meet a few of the victims... It's a very emotional issue, and I share the sentiments… pic.twitter.com/ugVxYLbWRK
— ANI (@ANI) April 17, 2025
মুর্শিদাবাদের অশান্তি
প্রসঙ্গত, গত সপ্তাহে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে মিছিল বের হয়েছিল মুর্শিদাবাদে। সেখান থেকে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। মুর্শিদাবাদের সুতি, সামশেরগঞ্জ ও ধুলিয়ানে হামলা করা হয় একাধিক এলাকাবাসীর ঘর, দোকানে। বোমাবাজি, গুলিও চলে। পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি।