কলকাতা, ২১ অক্টোবর: ২০১৭ সালের পর প্রথমবার প্রকাশ্যে দেখা গেল গোর্খা জনমুক্তি মোর্চা (Gorkha Janmukti Morcha) নেতা বিমল গুরুংকে ( Bimal Gurung)। সল্টলেকে গোর্খা ভবনের (Gorkha Bhavan) বাইরে বিমল গুরুংকে একটি গাড়িতে দেখা যায়। সঙ্গে গেরুয়া বসন পরিহিত এক ব্যক্তি। তবে গোর্খা ভবনে ঢুকতে দেওয়া হয়নি গুরুংকে। বন্ধ করে দেওয়া হয় গোর্খা ভবনের গেট। ডাকাডাকি সত্ত্বেও খোলা হয়নি গেট। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ফিরে যান বিমল গুরুং।
জানা যাচ্ছে, সল্টলেকে গোর্খা ভবনে সাংবাদিক সম্মেলন করার কথা ছিল তাঁর। কিন্তু অনেক ডাকাডাকিতেও গোর্খা ভবনের দরজা খোলেনি কর্তৃপক্ষ। এর পর গাড়ি নিয়ে কলকাতার দিকে রওনা দেন গুরুং।
Gorkha Janmukti Morcha leader Bimal Gurung seen in Salt Lake, Kolkata today.
He was charged under Unlawful Activities (Prevention) Act in connection with grenade attack at Kalimpong Police Station & explosion in Darjeeling's Chowk Bazaar area in 2017 and had been absconding. pic.twitter.com/CjQzAw8JgX
— ANI (@ANI) October 21, 2020
পুলিশ অফিসার অমিতাভ মালিককে খুনে অভিযুক্ত বিমল। এছাড়াও কালিম্পং থানায় গ্রেনেড হামলা ও দার্জিলিংয়ের চক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় রাষ্ট্রদ্রোহিতার মামলা রয়েছে বিমল গুরুঙের বিরুদ্ধে। বিমলকে এতদিন হয়ে খুঁজছিল পুলিশ। ২০১৭ সাল থেকে আত্মগোপন করে ছিলেন গুরুং। কখনো তাঁকে ভিডিয়ো বার্তা দিতে দেখা গেলেও প্রকাশ্যে আসেননি তিনি। শেষবার জেপি নড্ডার ছেলের বিয়েতে দিল্লিতে দেখা গিয়েছিল তাঁকে।