Jail - Representational Image (File Photo)

ফের বাংলার সীমান্ত এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণের সোনা (Gold Smuggling)। বৃহস্পতিবার নদিয়ার মাজদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে উদ্ধার কমপক্ষে ১০ কেজি ওজনের সোনার বিস্কুট। মোট পাঁচটি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে এদিন। যার প্রতিটির ওজন প্রায় দু'কেজি। বাজেয়াপ্ত হওয়া সোনার মোট বাজারমূল্য আনুমানিক ৯১ লক্ষ ৬৫ হাজার ৫০০ টাকা। জানা যাচ্ছে, এদিন মাজদিয়া থেকে কৃষ্ণনগরগামী একটি বাস থেকে উদ্ধার হয়েছে এই সোনাগুলি। সোনা সহ গ্রেফতার হয়েছে এক ব্যক্তি। ধৃতের নাম সুভাষচন্দ্র মণ্ডল, বয়স ৩৭।

জানা যাচ্ছে, এদিন গোপনসূত্রে খবর পেয়ে ভোর ৬টা নাগাদ বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ান নাকা চেকিং শুরু করে ওই এলাকায়। খবর অনুযায়ী, ভোর ৬টা নাগাদ কৃষ্ণনগরগামী একটি বাসে করে সোনা পাচার হওয়ার কথা ছিল। সেই কারণেই তৎপরতার সাথে তল্লাশি অভিযান শুরু হয়। আর তাতেই হাতেনাতে ধরা হয় কৃষ্ণগঞ্জের মথুরাপুর এলাকার বাসিন্দা। সূত্রের খবর, এই সোনাগুলি বাংলাদেশে পাচার করার চেষ্টা চালাচ্ছিল ধৃত ব্যক্তিষ