Gold Rate in Kolkata Today: নতুন বছরের শুরু থেকেই লাফিয়ে বাড়ছে সোনার দাম। সামনেই আসতে চলছে বিয়ের মরসুম। আর বিয়ে মানেই সোনার গয়না কেনার বহর। বাজারে সোনার চাহিদা থাকবে তুঙ্গে। তবে সোনার দাম যে হারে চোখ রাঙাচ্ছে তাতে মধ্যবিত্তের পটেকে টান পড়ছে। মেয়েকে বিয়েতে সোনার গয়না কিনে দিতে নাজেহাল অবস্থা বাবা-মায়ের। নতুন বছরের গোড়া থেকেই ঊর্ধ্বমুখী সোনার দাম। গত সপ্তাহের শেষের দিকে সোনার দাম কিছুটা কমলেও ফের দাম চড়ছে। আজ শুক্রবার, ১০ জানুয়ারি কলকাতায় সোনার দাম কোথায় দাঁড়িয়ে জানুন...
কলকাতায় সোনার দাম কত?
শুক্রবার ১০ জানুয়ারি কলকাতায় প্রতি ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৭,২৮৫ টাকা। অর্থাৎ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার মূল্য ৭২ হাজার ৮৫০ টাকা। গতকাল বৃহস্পতিবার দাম ছিল ৭২,৬০০ টাকা।
আজ শুক্রবার কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৭,৯৪৭ টাকা। অর্থাৎ ১০ গ্রামের দাম ৭৯ হাজার ৪৭০ টাকা।
কলকাতায় আজ ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম বেড়ে হয়েছে ৫,৯৬১ টাকা। ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ৫৯ হাজার ৬১০ টাকা।
২০২৫ সালে সোনার দাম ব্যাপক হারে চড়বে সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন মার্কেট বিশেষজ্ঞরা। নতুন বছর পড়তে না পড়তেই সোনার দামের সেই হেরফের লক্ষ্য করা যাচ্ছে। গত বছর সেপ্টেম্বরের শেষের দিকে বেশ অনেকটা সস্তা হয়েছিল সোনার দাম।
সোনালি ধাতুর দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দামও। গত কয়েকদিন ধরেই আন্তর্জাতিক বাজারে বাড়ছে রূপোলী ধাতুর দাম। ফলে কলকাতাতেও বেড়েছে রুপোর দাম। বছরের শুরু থেকেই রুপোর দামে ৫-৭ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। আজ শুক্রবার কলকাতার বাজারে ১০ গ্রাম রুপোর দাম ৯৩৫ টাকা। অর্থাৎ ১ কেজি রুপোর দাম দাঁড়িয়ে ৯৩ হাজার ৫০০ টাকায়।