Gold. (Photo Credits: X)

কলকাতাঃ ক্রেতাদের জন্য সুখবর (Good News)। ফের নিম্নমুখী সোনার দাম (Gold Price)। তবে এক ধাক্কায় নয়, একটু একটু করে কমছে সোনার দাম। সপ্তাহের শুরুতেই খানিকটা সস্তা হয়েছিল সোনার। চলতি সপ্তাহের দ্বিতীয় দিনে আরও কিছুটা সস্তা হল। জেনে আজ, মঙ্গলবার কলকাতা শহরে সোনার দাম কত। আজ, ২৭ মে মঙ্গলবার কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮৯৪৯ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮৯৪৯০ টাকা। গতকালের থেকে দাম কমেছে ১০ টাকা। অন্যদিকে ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৭৬৩ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৭৬৩০ টাকা। এই দামও সোমবারের থেকে ১০ টাকা কমেছে।

বিশ্ববাজারে কমল ধাতুর দাম, কলকাতাতে সস্তা সোনা

জানা গিয়েছে, দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে ধাতুর দাম কমেছে। যার ফলে দেশেও সস্তা হয়েছে সোনা। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম কমেছে ০.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।মার্কিন গোল্ড ফিউচারের মূল্য হ্রাস পেয়েছে ০.৬ শতাংশ। বিশ্ববাজারে অস্থিরতার কারণে এক ধাক্কায় বেড়েছিল সোনার দাম। এপ্রিলে ১ লক্ষের গণ্ডি ছুঁয়ে ফেলে সোনা। মে মাস পড়তেই আবার কমতে শুরু করে দাম।

মঙ্গলে আরও কিছুটা সস্তা হল সোনা,১ গ্রাম সোনার গয়না বানাতে কত খরচ পড়বে? জেনে নিন