সোনার গয়না (Photo Credits: IANS)

কলকাতা, ৪ জানুয়ারি: একেই বিয়ের মরসুম। পেঁয়াজের দামের ঝাঁঝে খাবারের প্লেটপিছু খরচ বেড়েছে। এরপর ৪০, ০০০ ছাড়াল সোনার দাম (Gold Price)। মধ্যবিত্তের মাথায় হাত। কথা থেকে পাবেন এত টাকা? শুক্রবার শহরে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম আগের দিনের থেকে ৮৪৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪০,৫১০ টাকা। এর আগে এত বেশি দামে কখনও সোনা বিক্রি হয়নি কলকাতায়। তবে শুধু ভারতের বাজারে নয়, সোনার দাম বেড়েছে গোটা বিশ্ব জুড়েই। আমেরিকার ড্রোন আক্রমণে ইরানের (Iran) সেনা-কর্তার মৃত্যুকে ঘিরে রাজনৈতিক আবহাওয়া ঘোরালো হতেই এ দিন বিশ্ব বাজারে (World Market) সোনার দাম এক লাফে ১ শতাংশেরও বেশি বেড়ে যায়।

শুধু তাই নয় দোকানে গিয়ে সোনা কেনার সময় আরও খানিকটা খরচ করতে হবে। কারণ, এই দামের সঙ্গে যুক্ত হবে ৩ শতাংশ জিএসটি। ফলে মোট দাম ৪১ হাজার টাকা পেরিয়ে যাবে। এ দিন কলকাতায় ১০ গ্রাম গয়নার সোনার দাম ছিল ৩৮,৪৩৫ টাকা। বৃহস্পতিবারের থেকে ৮০৫ টাকা বেশি। আরও পড়ুন, ভারতের সংখ্যালঘুদের ওপর অত্যাচার দেখাতে বাংলাদেশের ভিডিও শেয়ার করে নিন্দার মুখে ইমরান খান

আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, ইরানের পাশাপাশি সোনার দামবৃদ্ধির পিছনে আরও কিছু কারণ কাজ করছে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের ভাইস চেয়ারম্যান শঙ্কর সেন বলেন, ‘‘দেশে সোনার দাম বাড়ার অন্যতম প্রধান কারণ ডলারের ঊর্ধ্বমুখী দর। সোনা আমদানি করতে হয় ডলার দিয়ে। আন্তর্জাতিক বাজারে সোনার দামে হেরফের না-হলেও যদি ডলারের দাম বেড়ে যায়, তা হলে দেশে সোনার দাম বাড়ে। কারণ, সে ক্ষেত্রে একই পরিমাণ ডলারের জন্য আগের থেকে বেশি টাকা খরচ করতে হয়।’’