বর্ষা আসলেই চিন্তা বাড়ে ঘাটালবাসীর। টানা কয়েকদিনের বৃষ্টিতে ফের জলমগ্ন ঘাটাল (Ghatal), চন্দ্রকোণার বিভিন্ন এলাকা। ডুবেছে নীচু এলাকাগুলি। শিলাবতী, কংসাবতী, কেঠিয়া নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। এই অবস্থায় এলাকাবাসীদের সতর্ক করছে স্থানীয় প্রশাসন। জলবন্দি অবস্থায় যাতে কেউ না থাকে সেই কারণে তৎপর রয়েছে উদ্ধারকারী দলগুলিও। সপ্তাহ দুয়েক আগেও ঘাটালের ৪-৫টি ব্লক ও চন্দ্রকোণা ১ ও ২ নম্বর ব্লকের একাধিক মৌজা জলমগ্ন ছিল। সেই সময় লক্ষাধিক মানুষকে উদ্ধার করা হয়ছিল। তারপরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ফের জলস্তর বাড়ছে ঘাটালের নদীগুলি।

বন্যা আশঙ্কায় ভুগছে স্থানীয় বাসিন্দা

জানা যাচ্ছে, একদিকে চন্দ্রকোণার শিলাবতী, কেথিয়াতে নদীর জলস্তর ও অন্যদিকে ঘাটালের শিলাবতী, কংসাবতী, দ্বারকেশ্বরের জলস্তর ক্রমশ বেড়েছে। এই অবস্থাতেই ঝুঁকি নিয়ে নদী পারাপার করছেন অনেকে। চন্দ্রকোণা ২, ভগবন্তপুর ১, ভগবন্তপুর ২-এর বাসিন্দারা ভয়াবহ বন্যার আশঙ্কা করছে। সবমিলিয়ে আপাতত চিন্তায় রয়েছে ঘাটাল ও চন্দ্রকোণার বাসিন্দারা।

ঘাটাল মাস্টারপ্ল্যান

প্রতিবছরই বর্ষাকালের দিকে প্লাবিত হয় পশ্চিম মেদিনীপুরের এলাকাগুলি। এই বন্যা পরিস্থিতি রোধের জন্য দীর্ঘদিন ধরেই ঘাটাল মাস্টারপ্ল্যানের দাবি করে আসছে সাধারণ মানুষ। কিন্তু রাজনীতির মাঝে পড়ে কোনও সরকারই এই প্রকল্পকে বাস্তবায়িত করছিল না। অবশেষে চলতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি হচ্ছে এই ঘাটাল মাস্টারপ্ল্যান। তবে কবে এই কাজ শেষ হবে, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।