২০১৪ সালে অভিনেতা দেবকে (Dev) ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করে বড় চমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রথমবার দাঁড়িয়েই সিপিআই প্রার্থীকে হারিয়ে সাংসদ হন দেব। সাংসদ নির্বাচিত হয়ে বানভাসি ঘাটলের জন্যে লোকসভায় 'ঘাটাল মাস্টার প্ল্যান' (Ghatal Master Plan) উথাপন করেছিলেন তিনি। তবে চোদ্দর পর উনিশ আর এবার উনিশের পর চব্বিশের লোকসভা পেরিয়ে গেলেও এখনও অধরা দেবের 'ঘাটাল মাস্টার প্ল্যান'।
এদিকে নিম্নচাপের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে (Ghatal Flood)। গলা অবধি জলে ডুবেছে বিস্তীর্ণ এলাকা। এক জায়াগা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্যে শহরের রাস্তায় নেমেছে ডিঙি-নৌকো। ঘাটাল পুরসভায় দোতলা বাড়িতেও ধুকেছে জল। বাড়ি ঘর ছেড়ে বহু মানুষকে আশ্রয় নিতে হয়েছে ত্রাণ শিবিরে। জলমগ্ন এলাকায় ত্রাণের জন্যেও হাহাকার উঠেছে। মিলছে না পানীয় জল। ঘাটালের খানাকুলে প্লাবিল প্রায় ২৪টি পঞ্চায়েত এলাকা। স্থানীয়দের অভিযোগ, মাথার উপর ত্রিপল জুটছে না। মিলছে না পর্যাপ্ত খাবার। বহু দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছয়নি বলেও জানা যাচ্ছে।
ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে, ডিভিসি-র উপর দায় চাপিয়ে 'ম্যান মেড বন্যা'আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। দাবি করেন, বৃষ্টি হলেই জল ছাড়ছে ডিভিসি। আর সেই জলেও ভাসছে দক্ষিণবঙ্গের বহু এলাকা। বন্যার জলে ডুবছে ঘাটাল তাই মুখ্যমন্ত্রী যতই 'ম্যান মেড'এর তত্ত্ব আওড়াক না কেন ঘাটালবাসী দেবের 'ঘাটাল মাস্টার প্ল্যান' নিয়েই প্রশ্ন তুলছেন। এত বছরেও নিজের লোকসভা কেন্দ্রের বন্যা পরিস্থিতি আটকানোর জন্যে 'ঘাটাল মাস্টার প্ল্যান' বাস্তবায়িত কেন করলেন না সাংসদ দেব! তবে কি ঘাটালের বন্যাতেই ভেসে গিয়েছে 'মাস্টার প্ল্যান'! অভিনেতে তথা সাংসদকে নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন নেটবাসী।
নেটিজেনদের ক্ষোভ...
গিয়ে ভালো করে মাস্টার প্ল্যান করে ঘাটালটাকে ঘেঁটে দিয়ে এসো, তিন বারের সাংসদ হয়ে অনেক কাজ করেছ।#ghatal #ghatalmasterplan #dev #WestBengalFlood #BengalFlood #Kolkata #WestBengal #Flood pic.twitter.com/xKIyW3D4Vb
— Erudite Luminary 𝕏 (@AK____0_0) September 21, 2024
পুজোর মুখে ঘাটাল সহ একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে পুজোতেই মুক্ত পাচ্ছে দেবের আসন্ন ছবি টেক্কা (Tekka)। নিজের আসন্ন ছবির প্রচার করতেও ফ্যাসাদে পড়তে হচ্ছে অভিনেতকে। নেটিজেনদের মিমের শিকার হচ্ছেন দেব।
মিমের শিকার দেব...
ঘাটাল বাসি এদের ভোট দিয়ে, কেমন লাগছে??!
আসছে বারে আবার হবে!!#Kolkata #WestBengal #bengalflood #dev #Tekka #ghatal #Flood #actor pic.twitter.com/AugEuPA0hc
— Erudite Luminary 𝕏 (@AK____0_0) September 20, 2024
জলের তলায় রাজ্যের ৯ জেলা। বন্যা মোকাবিলায় রাজ্য কী পদক্ষেপ নিয়েছে? জানতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ করতে দু বছর সময় লাগবে।