Road Accident (Photo Credit: X)

শনিবার রাতে গ্যাসভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি বীরভুূমের নলহাটিতে (Nalhati)। ট্যাঙ্কার থেকে অতিরিক্ত পরিমাণে গ্যাস নির্গত হওয়ায় বাড়ি থেকে বেরোননি কোনও মানুষ। এমনকী রাত থেকে ভোর পর্যন্ত ঘটনাস্থল সংলগ্ন এলাকায় কোনও বাড়িতেই রান্না হয়নি। এমনীতেই ওই এলাকায় সংখ্যালঘু অধ্যুষিত জায়গা। ফলে রমজানের রোজার কারণে ভোরবেলা থেকেই ব্যস্ততা শুরু হয় তাঁদের। তবে এদিন আতঙ্কেই বাড়িতে কেউ আগুন জ্বালায়নি। এমনকী বিদ্যুত বিচ্ছিন্নও করা হয় গোটা এলাকায়। তবে রবিবার সকালে ট্যাঙ্কারের লিক বন্ধ করে দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

ট্যাঙ্কার দুর্ঘটনার জেরে ঘুম উড়ে যায় এলাকাবাসীর

জানা যাচ্ছে, এদিন হলদিয়া থেকে বীরভূমের বাদশাহী রোড ধরে মালদহের দিকে যাচ্ছিল গাড়িটি। রাত ৮টা নাগাদ পাঁচগ্রাম নাকপুর চেকপোস্টের নোয়াপাড়া হাইস্কুলের গেটের সামনে দুর্ঘটনাটি ঘটে। ট্যাঙ্কাারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যে কারণে দুর্ঘটনাটি ঘটে। এলাকাবাসীরা তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে। তাঁকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। এদিকে ট্যাঙ্কার থেকে গ্যাস বেরোতে থাকে।

গভীর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে

ঘটনাস্থলে তড়িঘড়ি চলে আসে দমকল ও স্থানীয় পুুলিশ বাহিনী। একদিকে মাঝরাস্তায় ট্যাঙ্কার উল্টে যাওয়ায় যানজট, অন্যদিকে গ্যাস বেরোনোর কারণে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন এসে এলাকাবাসীদের কাছে মাইকিং করে অনুরোধ করেন যে যতক্ষণ না গ্যাস বেরোনো বন্ধ করা হচ্ছে, ততক্ষণ যেন রান্না না করা হয়। প্রশাসনের তরফ থেকে দুর্গাপুর গ্যাস সংস্থার সঙ্গে কথা হয়। তাঁদের প্রতিনিধি গভীর রাতে ঘটনাস্থলে এসে কাজ শুরু করেন। অবশেষে ভোরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।