‘গঙ্গাবিলাস’ বিশ্বের দীর্ঘতম নৌপথ ভ্রমণকারী এক বিলাসবহুল প্রমোদতরী। যা আগামী ১৩ জানুয়ারি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী (Narendra Modi)। ২৭ টি নদীর উপর দিয়ে যাত্রা করবে ‘গঙ্গাবিলাস’। যার মধ্যে রয়েছে দেশের প্রধান তিনটি নদী গঙ্গা, মেঘনা এবং ব্রহ্মহপুত্র। বেনারস থেকে যাত্রা শুরু করে পাটনা, কলকাতা, সুন্দরবন, বাংলাদেশ হয়ে তরীটি পৌঁছাবে অসমের ডিব্রুগড়ে। এই বিলাসবহুল প্রমোদতরীর টিকিট মূল্য কত জানেন? (Ganga Vilas Cruise Route And Ticket Price)
গঙ্গাবিলাসের যাত্রাপথঃ বিশ্বের সব থেকে দীর্ঘ জলপথ যাত্রা করবে গঙ্গাবিলাস। ৩,২০০ কিলোমিটার পাড়ি দেবে এই তরী। ৫১ দিনের যাত্রায় যাত্রীর পাবেন পাঁচতারা সুখ স্বাচ্ছন্দ। সেই সঙ্গে ৫০ টি আকর্ষণীয় পর্যটন স্থানের দর্শন মিলবে।
গঙ্গাবিলাসের টিকিট মূল্যঃ বিলাসবহুল এই প্রমোদতরীতে যাত্রীরা ভ্রমণ, দর্শন, বিনোদন সকল কিছু উপভোগ করতে পারবেন। তবে এর টিকিট মূল্য গুনতে সাধারণ মধ্যবিত্তের পটেকে টান পড়তে পারে। টাইমস নাও-এ প্রকাশিত তথ্য অনুসারে, পাঁচতারা এই গঙ্গাবিলাসের টিকিট মূল্য প্রতিরাতে জনপ্রতি ৩০০ মার্কিন ডলার। ভারতীয় মূল্যে যা ২৪,৭০০ টাকা।
১৩ জানুয়ারি বিশ্বের সবচেয়ে দীর্ঘ নৌপথে ভ্রমণকারী প্রমোদতরী গঙ্গা-বিলাসের উদ্বোধন, বেনারস থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ হয়ে পৌঁছবে অসমের ডিব্রুগড়ে।#LongestRiverCruise #GangaVilas #Varanasi #Bangladesh #Dibrugarh #varanasitodibrugarh pic.twitter.com/vrzobEq6Js
— DD Bangla News (@DDBanglaNews) January 11, 2023