Mamata Banerjee (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ২৭ জুন:  অগ্নিপথ (Agnipath) প্রকল্প নিয়ে পের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) বলেন, অগ্নিপথ প্রকল্প 'অনিশ্চয়তায় পূর্ণ'। অগ্নিপথ প্রকল্পে যাঁরা চাকরি করবেন,তাঁরা যাতে ৬৫-তে অবসর নিতে পারেন, কেন্দ্রীয় সরকার সেই ব্যবস্থা করুক বলে দাবি জানান বাংলার মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত মোদী সরকার অগ্নিপথ প্রকল্প ঘোষণা করে সম্প্রতি। অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে চুক্তি ভিত্তিক সেনা নিয়োগ করা হবে বলে জানানো হয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। অগ্নিপথ প্রকল্পে চুক্তি ভিত্তিক সেনা নিয়োগের প্রতিবাদে এরপর থেকে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়। বিহার থেকে মহারাষ্ট্র, তেলাঙ্গানা, উত্তরাখণ্ড-সহ দেশের একাধিক রাজ্যে অগ্নিপথের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়।

আরও পড়ুন:  শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে ইডির সমন, 'শুভেচ্ছা' একনাথ-পুত্র শ্রীকান্ত শিণ্ডের

সেই সঙ্গে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, আপ-সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলিও অগ্নিপথের বিরুদ্ধে মত পোষণ করেন। যা নিয়ে গোটা দেশ জুড়ে জোরকদমে রাজনৈতিক চর্চা শুরু হয়ে যায়।