কলকাতা : রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Former West Bengal CM Buddhadeb Bhattacharjee) কন্যা ‘সুচেতন’ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হতে চান তিনি। এতদিন তিনি সুচেতনা হিসেবে পরিচিত ছিলেন, লিঙ্গ পরিবর্তন করে তিনি সুচেতন (Suchetan) নামে পরিচিতি পেতে চান। ভট্টাচার্য পরিবারে তিনি কন্যাসন্তান হিসেবে জন্মগ্রহণ করলেও, তিনি নিজেকে এতদিন মহিলা হিসেবে পরিচয় দিলেও, আর নয়। মহিলা কিংবা নারী নয়, নিজেকে মনে-প্রাণে একজন পুরুষ হিসেবে মনে করেন তিনি।
সম্প্রতি তিনি এলজিবিটিকিউ অর্থাৎ সমকামী-রূপান্তরকামীদের নিয়ে হওয়া একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানেই বুদ্ধতনয়া জানিয়েছেন, পুরুষ হিসেবেই নিজেকে দেখেন তিনি, এবার শারীরিকভাবেও নিজেকে পুরুষ হিসেবে পেতে চান। নিজেকে তিনি একজন রূপান্তকামী পুরুষ হিসেবে ঘোষণাও করেছেন। শুধু তাই নয়, মহিলা থেকে পুরুষ হওয়ার জন্য লিঙ্গ পরিবর্তনের যে প্রক্রিয়া রয়েছে, তার পাশাপাশি সুচেতনা থেকে সুচেতন হওয়ার জন্যও তিনি আইনি পরামর্শ নিয়ে নিয়েছেন ইতিমধ্যে। অস্ত্রোপচারের বিষয়ে মনোরোগ বিশেষজ্ঞ অর্থাৎ সাইক্রিয়াট্রিক পেশাদারদেরও শলা-পরামর্শ নিচ্ছেন।
সুচেতনা থেকে সুচেতন হওয়ার খবরটি প্রকাশ্যে আসার পর থেকে বিভিন্ন মহলে নানান মত শোনা যাচ্ছে। নেটমাধ্যম ও সামাজিক মাধ্যমেও এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। কেউ তাঁকে সমর্থন করছেন, তো কেউ আবার এই নিয়ে সমালোচনাও করছেন। এবিষয়ে বুদ্ধকন্যার সাফ জবাব, তরুণ বয়স থেকেই তিনি নিজেকে একজন রূপান্তরকামী পুরুষ হিসেবে চিহ্নিত করে এসেছেন, এবার তিনি লিঙ্গ পরিবর্তন করার জন্য প্রয়োজনীয় আইনি পরামর্শ নিচ্ছেন। তাঁর এই লিঙ্গ পরিবর্তন করার বিষয়ে বিভিন্ন মহলে যে কথাবার্তা শুরু হয়েছে, সে প্রসঙ্গে সমাজের কাছে তিনি পরিণত হওয়ার আহ্বান জানিয়েছেন।
কি বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী?
খবরে প্রকাশ, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর সন্তানের সুচেতনা থেকে সুচেতন হতে চাওয়া প্রসঙ্গে বিশেষ কোনও মন্তব্য করতে চান না। কেন না এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। আর এনিয়ে তিনি কোনও বিকর্তও চান না।
বুদ্ধকন্যার (পড়ুন বুদ্ধপুত্র) বক্তব্য, তিনি যে নিজেকে একজন পুরুষ হিসেবে মনে করেন, সে বিষয়ে বাবা হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য আগে থেকেই জানেন। এটা তাঁর কাছে কোনও নতুন বিষয় নয়। সুচেতনা (পড়ুন সুচেতন) এটাও বলেছেন, এটা সম্পূর্ণরূপে তাঁর সিদ্ধান্ত এবং তিনি আগামী দিনে এভাবেই এগোতে চান। সর্বভারতীয় সংবাদমাধ্যমের উদ্দেশ্যে তাঁর বক্তব্য, তিনি সাহসী, নিজেকে তিনি ‘ট্রান্সজেন্ডার ম্যান’ হিসেবেই পরিচয় দিতে চান। সংবাদমাধ্যমের উদ্দেশ্যে সুচেতনের প্রত্যাশা ও আহ্বান, তাঁর এই সিন্ধান্ত ও বক্তব্যের যেন ভুল ব্যাখ্যা না করা হয়। আরও পড়ুন : Buddhadeb Bhattacharjee’s Daughter Suchetana Bhattacharjee: জীবনে পেয়েছেন প্রিয় মানুষকে, লিঙ্গ বদলে সুচেতনা থেকে সুচেতন হওয়ার প্রস্তুতি বুদ্ধদেব-কন্যার