Buddhadeb Bhattacharjee Health Update: বুদ্ধবাবুর নতুন উপসর্গ, শুরু হয়েছে কাশি
বুদ্ধদেব ভট্টাচার্য। ফাইল ছবি। (Picture Credits: Facebook)

কলকাতা, ২৮ মে: মঙ্গলবার শ্বাসকষ্ট নিয়ে বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন করোনা আক্রান্তে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)৷ বুধবার থেকেই চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন তিনি৷ খাবারও খাচ্ছিলেন৷ অক্সিজেন মাত্রাও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল৷ চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলেন৷ শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বোঝা যাচ্ছিল৷ তবে বৃহস্পতিবার রাত থেকে শুকনো কাশি শুরু হয়েছে বুদ্ধবাবুর৷ এই উপসর্গ আগে ছিল না৷ এমনকী অক্সিজেনের পরিমাণও বেড়েছে৷ আগে তিন লিটার অক্সিজেন টানলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন মিনিটে চার লিটার অক্সিজেন টানছেন৷ তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল টিম গঠিত হয়েছে৷ প্রতি মুহূর্তে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার উপরে নজর রাখা হচ্ছে৷   আরও পড়ুন-Coronavirus in West Bengal: রাজ্যে অনেকটা কমল সংক্রমণের সংখ্যা, আক্রান্ত প্রায় ১৩ হাজার, মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক

গত ১৪ মে করোনায় আক্রান্ত হন বুদ্ধবাবু ও মীরাদেবী৷ তবে তিনি হাসপাতালে ভর্তি হতে চাননি৷   পাম অ্যাভিনিউ-র বাড়িতেই চলছিল চিকিৎসা৷ তবে মীরা ভট্টাচার্যের অক্সিজেন স্যাচুরেশন নামায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ গত সোমবার তিনি বাড়িতে পেরেন৷ তবে মঙ্গলবার বুদ্ধবাবু হাসপাতালে ভর্তি হলে ফের তাঁর প্যানিক অ্যাটাক হয়৷ এখন দক্ষিণ কলকাতার এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মীরাদেবী৷