কলকাতা, ২৪ ডিসেম্বর: তৃণমূলে (TMC) যোগ দিলেন প্রাক্তন জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং (Binay Tamang)। তাঁর সঙ্গে রাজ্যের শাসকদলে যোগ দিয়েছেন প্রাক্তন বিধায়ক রহিত শর্মাও। বৃহস্পতিবার সকালে কলকাতা এসে পৌঁছন বিনয়। এরপর তৃণমূলের ক্যামাক স্ট্রিটের অফিসে আসেন। সেখানে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং মলয় ঘটক তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।
তৃণমূলে যোগ দিয়ে বিনয় বলেন, "গত ১৫ জুলাই আমি আমার দল থেকে ইস্তফা দিয়েছিলাম। পদও ছেড়েছিলাম। এরপর আজ ১৬৪ দিন হয়ে গেল। পাহাড়ে উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগ দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই তৃণমূলে যোগ দিলাম। আগে স্থানীয় দলের সঙ্গে যুক্ত ছিলাম। আজ জাতীয় দলে যোগ দিলাম। পাহাড়ের মানুষের জন্য আরও অনেক কাজ করার ইচ্ছা রয়েছে।" আরও পড়ুন: Mamata Banerjee: ৬ মাস অন্তর রিপোর্ট কার্ড, কাজ না করলে ব্যবস্থা, কাউন্সিলরদের কড়া বার্তা মুখ্যমন্ত্রী
We extend a very warm welcome to Shri Binay Tamang and Shri Rohit Sharma who joined us today in the presence of Shri @basu_bratya and Shri @GhatakMoloy.
Together, we will work towards the welfare of all people residing in the North Bengal region! pic.twitter.com/sNeWOvWHn4
— All India Trinamool Congress (@AITCofficial) December 24, 2021
তিনি আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমাদের মূল বিরোধী বিজেপি এবং সেই দলের শরিকরা। ভারতীয় জনতা পার্টি আমাদের বারবার ললিপপ দেখিয়ে এসেছে। আমরা বুঝতে পেরেছি, একমাত্র তৃণমূলের সঙ্গে থাকলেই পাহাড়ের উন্নয়ন সম্ভব।"