আরজি কর কাণ্ডে (RG Kar Rape Case) তদন্ত চলাকালিন আচমকাই প্রকাশ্যে নির্যাতিতার নাম নিয়ে ফেলেছিলেন কলকাতা পুলিশের তৎকালীন সিপি বিনীত গোয়েল। সেই নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী বিজয় কুমার সিংহল। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের বেঞ্চে। সেখানেই নিঃস্বার্থ ক্ষমা চাইলেন প্রাক্তন পুলিশ কমিশনার। এদিন আদালতে চিঠি দিয়ে ক্ষমাপ্রার্থনা করেছেন। চিঠি পেশ করেন বিনীতের আইনজীবী। আর সেই কারণে আদালত মামলার নিষ্পত্তি করেছেন। বিচারপতি জানিয়েছেন, “উনি যখন চিঠি লিখে ক্ষমা চেয়েছেন, তখন বিষয়টি নিয়ে আর জটিলতা সৃষ্টি না করাই উচিত”।
আপত্তি জানায় মামলাকারী
গত বছর ১০ অগাস্ট যখন আরজি কর ধর্ষণকাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য। সেই সময় সংবাদমাধ্যমের সামনে মুখ ফস্কে নির্যাতিতার নাম বলে ফেলেছিলেন বিনীত। যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। এদিন অবশ্য চিঠি লিখে বিনীত জানিয়েছেন, তিনি অনিচ্ছাকৃত ভূল করে ফেলেছেন। যদিও এই প্রসঙ্গে মামলাকারী বিচারপতি আগেই বলেছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্যাতিতার নাম প্রকাশ্যে আনা ফৌজদারি অপরাধ। যদিও এই ক্ষমা চাওয়া নিয়ে এদিন আপত্তি জানিয়েছিলেন মামলাকারী।
পুলিশকে সচেতন থাকার নির্দেশ আদালতের
তবে বিচারপতি রাজশেখর মান্থা বলেন, “বিনীত গোয়েল যেহেতু চিঠি লিখে ক্ষমা চেয়েছেন, তাই মামলাটি এখানেই বন্ধ হয়ে যাওয়া উচিত”। সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল অ্যাকাডেমিকে পরামর্শ দিয়েছেন আগামী দিনে যেন পুলিশকে নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। কোনও ধরনের বিচারাধীন বা স্পর্শকাতর বিষয় নিয়ে সংবাদমাধ্যমে সামনে কোন কোন কথা বলা উচিত আর কী উচিত নয়, সেই নিয়ে আরও সচেতন থাকা উচিত বলে মনে করেন আইনজীবী মান্থা।