গত শুক্রবার কল্যাণীর (Kalyani) রথতলায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে একটি অবৈধ বাজি কারখানায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কারখানার আশেপাশে থাকা একাধিক বাড়ি কেঁপে ওঠে। এই ঘটনার ২৪ ঘন্টা পেরোনোর আগেই গ্রেফতার হয়েছে কারখানার মালিক সাধন বিশ্বাস ওরফে খোকনকে। অন্যদিকে ঘটনাস্থল পরিদর্শনে শনিবার সকালেই পৌঁছেছে কলকাতা পুলিশের ফরেন্সিক বিভাগের আধিকারিকরা। তাঁরা গোটা এলাকা খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। মূলত বিস্ফোরণে তীব্রতা কতটা ছিল, কীসের কারণে এই বিস্ফোরণ হয়েছে, সেই বিষয়গুলি খতিয়ে দেখতেই ফরেন্সিক বিভাগের আধিকারিকরা এদিন কল্যাণীতে এসেছেন বলে জানা গিয়েছে।

বাজি কারখানায় মহিলাদের মৃত্যু

এদিন গতকাল অর্থাৎ শুক্রবার রাত পর্যন্ত ওই এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে গিয়েছে কল্যাণী ও রানাঘাট থানার পুলিশ আধিকারিকরা। এই ঘটনায় এখনও পর্যন্ত এক শিশু সহ ৪ মহিলার মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন আহত অবস্থায় হাসপাতালে ছিল। তবে তাঁরও মৃত্যু ঘটে শনিবার। জানা যাচ্ছে, বাজি কারখানায় মূলত মহিলারাই কাজ করতেন। যদিও এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

দেখুন ভিডিয়ো

কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে আচমকাই কল্যাণী পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের রথতলা এলাকায় বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে ঢোকার মুখে যে রাস্তাটি ছিল তা এতটাই সরু ছিল যে ওই এলাকায় দমকলের গাড়িও ঢুকতে পারছিল না। যে কারণে দমকল কর্মীদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছিল। দমকল কর্মীরা কার্যত বালতি করে জল নিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।