গত মাসেই সাম্প্রদায়িক অশান্তিতে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদে। সুতি, সামশেরগঞ্জ, ধুলিয়ান অগ্নিগর্ভ হয়েছিল। মুড়ি মুড়কির মতো পড়েছিল বোমা, চলেছিল গুলি। তবে এখন শান্ত হয়েছে এই জেলা। তবে এখনও কী আড়ালে চলছে আরও বড় নাশকতার ছক? কারণ এবার মুর্শিদাবাদ থেকে উদ্ধার হল বিপুল পরিমাণের কাঁচা বারুদ ও বোমা বানানোর সরঞ্জাম। শুক্রবার বেলডাঙার (Beldanga) রেজিনগত থানা এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে অবৈধ বাজি কারখানার হদিশ পেল পুলিশ। সেখান থেকে উদ্ধার বোমা বানানোর কাঁচা মশলা। এই ঘটনায় ইতিমধ্যেই পাঁচজন গ্রেফতার হয়েছে। তাঁদের মধ্যে দুজন কারখানার পলাতক মালিকের নাতি।
গ্রেফতার ৫ অভিযুক্ত
জানা যাচ্ছে, দাসপাড়ার অবৈধ বাজি কারখানায় তল্লাশি অভিযান চালাতে গিয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার ১৭.৭ কেজি গান পাউডার, ২৮ কেজি সালফার এবং ১১৬ কেজি অবৈধ আতসবাজি ও তার কাঁচামাল। ঘটনার পর থেকে কারখানার মালিক লালু শেখ পলাতক। তবে তাঁর দুই নাতিকে গ্রেফতার করেছে পুলিশ। আর বাকিরা ওই কারখানার কর্মী। যাঁদের মধ্যে এক মহিলাও রয়েছেন। প্রসঙ্গত, কয়েকবছর আগেই এই কারখানা ভয়াবহ বিস্ফোরণের জেরে উড়ে গিয়েছিল। মৃত্যু হয়েছিল ৩ জনের। সেই সময়ও লালু শেখ পালিয়ে গিয়েছিল।
বাজি কারখানা থেকে কাঁচা বারুদ উদ্ধার নিয়ে উঠছে প্রশ্ন
যদিও শুক্রবার তল্লাশি অভিযানে ঘটনাটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দিতে চাইছে শাসক দল। তবে বিরোধীদের প্রশ্ন, মাসখানেক আগে মুর্শিদাবাদ যেভাবে উত্তপ্ত হয়েছিল, সেখানে কী এই কারখানা থেকেই বোমা সরবরাহ হয়েছিল? কারণ আর যাই হোক, উদ্ধার হওয়া গান পাউডার কোনওভাবেই আতসবাজি বানানোর কাজে লাগে না। এই ঘটনার নিরপকেক্ষ তদন্তের দাবি করছে রাজ্যের বিরোধী শিবির।