সংখ্যালঘু নিয়ে বেফাঁস মন্তব্য ববির। নিজের মন্তব্যের জেরে তুমুল বিতর্কের ঝড়ের মাঝে পড়লেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim)। ববির মন্তব্যের জবাবে 'পিসি-ভাইপোকে' (মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়) টেনে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
সম্প্রতি সংখ্যালঘু পড়ুয়াদের দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মহানগরের মেয়র ফিরহাদ হাকিম। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে ববি এদিন বলেন, 'বাংলায় আমরা (সংখ্যালঘু সম্প্রদায়) ৩৪ শতাংশ এবং সারা ভারতে ১৭ শতাংশ। তাই আমাদের সংখ্যালঘু বলা হয়। কিন্তু আমরা নিজেদের তা ভাবি না। আল্লাহর রহমত ও শিক্ষা যদি আমাদের সাথে থাকে, তাহলে একদিন আমরা সংখ্যাগরিষ্ঠের চেয়েও বড় হব'। বাংলাদেশে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক অশান্তির পরিবেশের মাঝে বাংলার মন্ত্রীর এহেন মন্তব্য সমালোচনার ঝড় তুলেছে।
অনুষ্ঠানের মঞ্চে ববি কী বলেছে দেখুন...
"We are 33% in West Bengal and 17% across the country, and we are called minority community in India. But in the coming days, we will no longer remain a minority.......we will become the majority" ~ Firhad Hakim, Mayor of Kolkata.
He knows very well that Demography is Destiny. pic.twitter.com/LI6Rjagp3p
— Anshul Saxena (@AskAnshul) December 15, 2024
ফিরহাদের বিতর্কিত এই মন্তব্যের নিন্দা করে মাঠে নেমেছে গেরুয়া শিবির। ববির বক্তব্য বাংলায় ইসলামিক শাসনের ইঙ্গিত দিচ্ছে বলে দাবি করছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'ফিরহাদের মন্তব্য ভয়ঙ্কর'। মুসলিম রাজত্বে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়েরই ঠাঁই হবে না বলে দাবি করেন শুভেন্দু। বিধানসভার বিরোধী দলনেতা বললেন, 'বিধানসভায় এখন সংখ্যালঘু বিধায়ক সংখ্যা ৪৬। যেদিন ওই সংখ্যাটি বেড়ে ১০০ হবে সেদিন আর পিসি-ভাইপো জায়গা পাবে না। তাঁদের পাট চুকে যাবে'।