গঙ্গাসাগর (Ganganagar) মেলার মাঝেই বড়সড় দুর্ঘটনা ঘটে গেল কচুবেড়িয়া এলাকায়। একটি পুলিশ ক্যাম্পে আচমকাই আগুন লাগে। রবিবার সন্ধের দিকে ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই ঘটনাস্থলে চলে এসেছে দমকলের দুটি ইঞ্জিন। জানা যাচ্ছে, গঙ্গাসাগর মেলা থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকা। যারা মেলার দিকে যাচ্ছে, তাঁদের এই এলাকা পেরিয়েই যেতে হচ্ছে, তাই পূর্ণার্থীদের নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছিল এই এলাকায়। আর সেখানেই আগুন লাগে। তবে যাতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার না নেয়, তাই জন্য পুলিশরাই সিলিন্ডার সহ একাধিক দাহ্য বস্তু সরিয়ে নিয়ে যায়।

আগুন লাগার কারণ

তবে ঘন্টাখানেক মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই বলেই জানা যাচ্ছে। দমকল আধিকারিক সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সিলিন্ডার ফেটেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে বোঝা যাবে যে কী কারণে ঘটনাটি ঘটেছে। যদিও এই ঘটনার জেরে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে ওই এলাকায়। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন এই দৃশ্য দেখে।

দেখুন ভিডিয়ো