বুধবার থেকে কলকাতায় শুরু হতে চলেছে বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলন। ইতিমধ্যে শহরে আসতে শুরু করেছে দেশ বিদেশের একাধিক শিল্পপতি থেকে শুরু করে বিশিষ্টজনেরা। এরমধ্যেই এদিন লাগল আগুন কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport)। জানা যাচ্ছে, বুধবার দুপুরের দিকে দশ নম্বর গেটের কাছে ঘটনাটি ঘটে। আগুন লাগে একটি ব্যানারে, আর সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বেশ কিছুটা জায়গায়। এরপর দ্রুত খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে চলে আসে দমকলের দুটি ইঞ্জিন। তাঁরা পরিস্থিতি ঘন্টাখানেকের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
কাজ চলাকালীন লাগে আগুন
জানা যাচ্ছে, এদিন সকাল থেকেই ১০ নম্বর গেটে ঝালাইয়ের কাজ চলছিল। আর সেখানেই সম্ভবত আগুনের ফুলকি এসে পড়ে ফ্লেক্সের ওপর। আর তারপরেই জ্বলে ওঠে ফ্লেক্সটি। এমনকী আগুন ছড়িয়ে পড়ছিল মালপত্র রাখার জায়গাতেও এরপর স্থানীয় কর্মীরা প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করে। তারপরে ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আস। যদিও ফুলকি থেকেই আগুন লাগে নাকি অন্যকোনও কারণে দুর্ঘটনাটি ঘটে, তার তদন্ত করছে দমকল আধিকারিকরা। তবে এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীদের একাংশ।
দেখুন ভিডিয়ো
Fire broke out at the arrival lounge of the #Kolkata airport this morning. A flex board caught fire during a welding work. It was immediately doused by airport staff. No one injured. pic.twitter.com/AdH4FIwZLK
— Indrajit Kundu | ইন্দ্রজিৎ (@iindrojit) February 5, 2025