
ভরদুপুরে আসানসোলের হস্তশিল্প মেলায় (Asansol Handcraft Fair) বিধ্বংসী অগ্নিকাণ্ড। পুড়ে ছাঁই কমপক্ষে ৫-৬টি দমকলের ইঞ্জিন। জানা যাচ্ছে, বুধবার দুপুর দেড়টা নাগাদ আসানসোলের পোলো গ্রাউন্ডে হওয়া হস্তশিল্প মেলার একটি দোকানে আগুন লাগে। সেখান থেকেই বাকি দোকানগুলিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। যদিও দোকান মালিকদের অভিযোগ, খবর দেওয়ার ১ ঘন্টা পর দমকলের গাড়ি এসেছে। যার ফলে দ্রুত ছড়িয়ে পড়েছে আগুন। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে আগুন কীভাবে লাগল, সেটা এখনও স্পষ্ট নয়।
খাবারের দোকান থেকে আগুন লাগে
গত শনিবার রাজ্য সরকারের উদ্যোগে আসানসোলে শুরু হয়েছিল এই হস্তশিল্প মেলা। প্রতিদিনই প্রায় প্রচুর মানুষ এই মেলায় ভিড় করছেন। জানা যাচ্ছে, এদিন দুপুরে একটি খাবার দোকান থেকে আগুন লাগে। সেখান থেকে আশেপাশের দোকানে আগুন লাগে। আশেপাশের দোকানে দাহ্য পদার্থ থাকার কারণেই দ্রুত তা ছড়িয়ে পড়ে।
দমকলের উপর ক্ষুব্ধ দোকান মালিকরা
আগুন দেখে যাঁরা ঘুরতে এসেছেন তাঁরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। যার ফলে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় মেলা প্রাঙ্গনে। দোকান মালিকদের অভিযোগ, খবর দেওয়ার ৪৫ থেকে ১ ঘন্টা পর ঘটনাস্থলে দমকলের গাড়ি এসেছে। আগে আসলে পরিস্থিতি এত ভয়াবহ হত না।