কলকাতা, ১২ অক্টোবর: বিধ্বংসী আগুন প্লাস্টিক কারখানায়। ঘটনাটি ঘটেছে চিৎপুরে (Chitpur Plastic Factory)। পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৫টি ইঞ্জিন। এখন আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকলকর্মীরা। যদিও এই ঘটনায় এখনও কোনও হতাহতের খবর মেলেনি।
ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর ১টা নাগাদ। স্থানীয় বাসিন্দারা আচমকাই দেখতে পান ধোঁয়া বেরোচ্ছে এবং সেই সঙ্গে আগুনের ফুলকি। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। প্রাথমিকভাবে ঘটনাস্থলে পৌঁছয় ৮টি ইঞ্জিন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আনতে পারার কারণে আরও ৭টি ইঞ্জিন যায় ঘটনাস্থলে। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কোনও স্পষ্ট তথ্য মেলেনি।
West Bengal: Fire breaks out at a plastic factory in Chitpur area of North Kolkata. Ten fire tenders are present at the spot, fire fighting operations underway. More details awaited. pic.twitter.com/oCgerCwPF6
— ANI (@ANI) October 12, 2020
কারখানার পাশেই রয়েছে একটি বিশাল বড় বস্তি। সেখানে আগুন ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়ঙ্কর আকার নেবে বলেই ধারণা। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে আশঙ্কা। তবে এখনও কোনও সঠিক তথ্য খুঁজে পাননি দমকলকর্মীরা।
Fire breaks out at a plastic factory in #Chitpur, 10 fire tenders at the location to douse the flames.
No casualties reported. pic.twitter.com/GM3Z2Pje6i— Sreyashi Dey (@SreyashiDey) October 12, 2020