Fire At Kankurgachi Building: সাত সকালে কাঁকুড়গাছির বহুতলে আগুন, ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫ টি ইঞ্জিন
আগুনের প্রতীকী ছবি(Photo Credits: IANS)

কলকাতা, ১৯ জানুয়ারি: কাঁকুড়গাছিতে (Kankurgachi) সকাল সকাল আগুন লাগে বহুতলে (Building)। রবিবার সকাল পৌনে আটটা নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন গিয়ে পৌঁছয়। আগুন নেভানোর কাজ চলছে। ওই বহুতলে একটি জিম (Gym) ছিল। স্থানীয়রা ওই জিম থেকে প্রথমবার কালো ধোঁয়া দেখতে পান।

এই সময়-র খবর অনুযায়ী, এর পর আগুন ছড়িয়ে পড়তে থাকে। আতঙ্কিত হয়ে পড়ে ওই বহুতলের বাসিন্দারা। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নেভাতে গিয়ে গুরুতর জখম হয় দমকলের এক কর্মী। তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আরও পড়ুন, মাঘে কাঁপছে না বাঘ, বরং পালা শীতকে বিদায় জানানোর  

প্রাথমিক তদন্তে দমকলের আধিকারীকরা জানিয়েছেন, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। তবে এখনও ঘটনার তদন্ত চলছে। ঠিক কী কারণে আগুন লেগেছে তা দেখা হচ্ছে। ক্ষতির পরিমান এখনও অব্দি জানা যায়নি। তবে আগুন আর ছড়ায়নি বলে জানা গেছে। আগুন নিভলে বাকি বিষয়টি খতিয়ে দেখা হবে।