আরজিকর কাণ্ডের পর রাজ্য সরকারের তরফে পেশ করা হয় অপরাজিতা বিল (Aparajita Bill)। বিধানসভায় পাশ হলেও কেন্দ্রে আটকে ছিল এই বিল। এই নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিল তৃণমূল। তবে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূও ফিরিয়ে দিলেন এই বিল। জানা যাচ্ছে, সই ছাড়াই বিলটি রাজভবনে ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি। এই বিল নিয়ে রাষ্ট্রপতি ভবনের তরফে ব্যাখ্যা চাওয়া হয়েছে রাজ্যপালের কাছে। এবার এই নিয়ে রাজ্য সরকারের কাছে ব্যাখ্যা চাইবেন রাজ্যপাল। সবমিলিয়ে অপরাজিতা বিল আইনে পরিণত হওয়ার সম্ভাবনা এখন বিশ বাঁও জলে।
বিলের বিরোধীতায় নির্যাতিতার পরিবার
এই প্রসঙ্গে আরজি কর হাসপাতালের মৃত চিকিৎসকের বাবা বলেন, এই বিল এমনিতেই অসম্পূর্ণ। কারণ যে ধর্ষণ করছে তাঁকে দ্রুত শাস্তি দেওয়ার ব্যবস্থা করছে সরকার। কিন্তু যাঁরা ধর্ষকদের লুকাচ্ছে, কিংবা তথ্যপ্রমাণ নষ্ট করছে, তাঁদের কী কোনও শাস্তি হবে না? এসব কিছু সংশোধন করা উচিত ছিল। কিন্তু তা না করেই পাঠিয়ে দেওয়া হয়ছিল। তাই ফেরত দিয়েছে। সিবিআই একবছর ধরে তদন্ত করেও কিছু হাতে পায়নি, আর এদিকে সাতদিনের মধ্যে তদন্ত করতে গিয়ে কোনও নিরাপরাধকে ফাঁসি দিয়ে দেবে।
দেখুন অভয়ার বাবার বক্তব্য
North 24 Parganas, West Bengal: Governor C.V. Ananda Bose had reserved The Aparajita Women and Child (West Bengal Criminal Laws Amendment) Bill, 2024, for the consideration of the President of India.
The father of the victim in the RG Kar Medical College rape case says, "...The… pic.twitter.com/JmPiUJasKZ
— IANS (@ians_india) July 25, 2025
আরজিকর ধর্ষণকাণ্ড
প্রসঙ্গত, গত বছর অগাস্ট মাসে আরজি কর হাসপাতালের সেমিনার রুমে এক জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। ঘটনার পরেরদিন সকালে উদ্ধার হয় তাঁর দেহ। এই ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীকালে এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের কাছে যায়। এদিকে ঘটনার এক বছর হতে যাচ্ছে, কিন্তু এখনও এই ঘটনায় আর কেউ গ্রেফতার হয়নি। অভিযোগ উঠছে, তথ্যপ্রমাণ নষ্ট করা হয়েছে। এদিকে এই ঘটনার পরই অপরাজিতা বিল পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।