কলকাতা, ২৫ অগাস্ট: কলকাতায় উদ্ধার একটি ভুয়ো নোট তৈরির মেশিন (Fake note manufacturing machine)। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও পড়ুন-US Shocker: ফ্লোরিডার গ্রামে ঘাতক কুকুরের দলের হামলায় মৃত ডাক বিভাগের কর্মী
বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স রাজাবাজার থেকে দুজনকে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থল থেকে প্রায় ৭০ হাজার টাকার ভুয়ো নোট বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতের জেরা করে তৃতীয়জনকে ভুয়ো নোয়-সহ গ্রেপ্তার করা হয় ইকো পার্ক থানার অন্তর্গত হাতিয়ারা অঞ্চল থেকে।
দেখুন ছবি
West Bengal | Two youths named Changez Alam & Afzal Ali were arrested from the vicinity of Taki House Boys School, Kolkata for counterfeit notes with the face value of Rs 70,500.Fake Indian currency manufacturing unit in North 24 Parganas also busted by police after interrogation pic.twitter.com/hxD52GdOSs
— ANI (@ANI) August 25, 2022
জানা গেছে, হাতিয়ারায় একটি বাড়িতেও একটি জাল নোট বানানোর মেশিন পাওয়া গেছে।
একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, সমস্ত যন্ত্র, রাসায়নিক দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া ল্যাপটপ, পেনড্রাইভ, একটি প্রিন্টার এবং আরও অনেককিছু বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ যুক্ত কিনা সেটি জানার জন্য তদন্ত চলবে। ধৃতদের জেরা করেও তথ্য পেতে চেষ্টা করচে পুলিশ।