Fake ED Officer Arrested: সাংসদ শান্তনু সেনকে প্রতারণার চেষ্টা, গ্রেপ্তার ভুয়ো ইডি কর্তা
প্রতীকী ছবি(Photo Credit: ANI)

কলকাতা, ১৬ জুলাই: কলকাতার বুকে যেন ভুয়ো অফিসারদের লাইন লেগেছে৷ দেবাঞ্জন দেব কাণ্ডের পরে পরেই সতর্ক হয়েগেছে পুলিশ৷ কখনও ভুয়ো সিআইডি অফিসার, কখনও বা ভুয়ো আইনজীবী পুলিশের জালে ধরা পড়ছে৷ বৃহস্পতিবার রাতে গোপনসূত্রে খবর পেয়ে এমনই এক ভুয়ো ইডি কর্তাকে (Fake ED officer) গ্রেপ্তার করল কলকাতা পুলিশ৷ ধৃতের নাম চন্দন রায়৷ বাড়ি দমদম থানার গোরক্ষবাসী লেনে৷ অভিযোগ, ধৃত ব্যক্তি নিজেকে ইডি অফিসার পরিচয় দিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেনকে বোকা বানানোর চেষ্টা করে৷ তবে চিকিৎসক শান্তনু সেন সেই ফাঁদে পা দেননি৷   সোজা লালবাজারে খবর দেন৷ অভিযোগ, ইডিকর্তা হিসেবেই নিজের পরিচয় দিয়ে ধৃত জানায়, মোটা টাকার বিনিময়ে শান্তনুবাবুকে ইডি সংক্রান্ত সমস্ত কাজে সাহায্য করা হবে৷ আরও পড়ুন-Golden Temple: স্বর্ণ মন্দির চত্বরে মিলল ঐতিহাসিক সুড়ঙ্গ, অমৃতসরে শোরগোল

খবর পেয়েই প্রতারক চন্দনকে ধরতে কাজে লেগে পড়ে কলকাতা পুলিশ৷ তদন্তে জানা যায়, চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়েছে সে৷ এরপর বৃহস্পতিবার রাতে ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে ভুয়ো ইডিকর্তাকে হাতেনাতে ধরে পুলিশ৷ কড়েয়া থানায় ধৃতের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা রুজু হয়েছে৷ জেরায় সে জানিয়েছে বহু লোককে প্রতারিত করে সে প্রচুর টাকা নিয়েছে৷ ধৃতের কাছ থেকে একটি ফোনও উদ্ধার করা হয়েছে৷