Golden Temple: স্বর্ণ মন্দির চত্বরে মিলল ঐতিহাসিক সুড়ঙ্গ, অমৃতসরে শোরগোল
ঐতিহাসিক সুড়ঙ্গ (Photo Credits: Twitter)

চণ্ডীগড়, ১৬ জুলাই: অমৃতসরের স্বর্ণ মন্দিরের এলাকায় খননকার্য চালানোর সময় ঐতিহাসিক সুড়ঙ্গের (Historical tunnel) সন্ধান মিলল৷ হরমিন্দর সাহিবের বেসমেন্টে খনন কার্য চালানো হয়েছিল৷ এদিকে ঐতিহাসিক সুড়ঙ্গের অবস্থিতির সংবাদ পেয়েই সংশ্লিষ্ট স্থানে নির্মাণকার্য স্থগিত রাখার দাবি জানিয়েছে বিভিন্ন শিখ সংগঠন৷ এদের দাবি, নির্মাণ কাজ বন্ধ রেখে আগে ইটের তৈরি সুড়ঙ্গের সংরক্ষণ করা হোক৷ কেননা এই কাঠামোর সঙ্গে ধর্মীয় তাৎপর্য জড়িত৷ ছোট ছোট ইট দিয়ে তৈরি এই সুড়ঙ্গ৷ মনে করা হচ্ছে, এক শতাব্দী আগে এই সুড়ঙ্গ ব্যবহার করা হত৷ বৃহস্পতিবার স্বর্ণ মন্দির চত্বরে জুতোর ব়্যাক তৈরির কাজ চলছিল৷ তখনই খনন কার্য চালাতে গেলে ২৫ ফুট গভীরে এই ঐতিহাসিক সুড়ঙ্গের অবস্থিতি নজরে আসে৷ আরও পড়ুন- Kolkata Metro Service: ৫০ শতাংশ যাত্রী নিয়ে কলকাতায় চালু মেট্রো

এই প্রসঙ্গে গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রধান বলবিন্দর সিং বলেন, এই সুড়ঙ্গের সঙ্গে রামবাগে গ্রীষ্মকালীন আবাসের যোগ থাকতে পারে৷ অমৃতসর ভ্রমণকালে সেখানেই উঠতেন মহারাজা রণজিৎ সিং৷ আখাড়া সাঙ্গল ওয়ালার সঙ্গেও এই সুড়ঙ্গের যোগ থাকতে পারে৷ ঐতিহাসিক প্রাসঙ্গিকতাকে মনে রেখে এই সুড়ঙ্গ নিয়ে গবেষণা হওয়া উচিত৷