কলকাতা, ১৬ জুলাই: আজ ১৬ জুলাই শুক্রবার থেকে চালু হয়ে গেল কলকাতার মেট্রো পরিষেবা (Kolkata Metro Service)৷ ৫০ শতাংশ যাত্রী নিয়ে সপ্তাহে ৫ দিন চলবে এই মেট্রো৷ সকাল আটটা থেকে রাত আটটা, এই সময়সীমায় নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর রুটে ১৯২টি মেট্রো চলবে৷ আর ইস্ট ওয়েস্ট মেট্রো চলবে ৪৮টি৷ শনিবার চলবে স্টাফ স্পেশ্যাল মেট্রো৷ দীর্ঘদিন ধরেই রাজ্যে কার্যত লকডাউন চলছে৷ এর জেরে জনসাধারণের জন্য বন্ধ ছিল মেট্রো পরিষেবা৷ তবে জরুরি পরিষবার সঙ্গে যুক্ত যাত্রীরা যাতে যাতায়াত করতে পারেন সেজন্য স্টাফ স্পেশ্যাল মেট্রো চালানো হচ্ছিল৷ আইকার্ড ও স্মার্ট কার্ড ব্যবহার করে এই পরিষেবা নেওয়ার ব্যবস্থা রয়েছে৷ আরও পড়ুন-Coronavirus Cases In India: নিম্নমুখী দৈনিক সংক্রমণ, নতুন করোনা রোগী ৩৮ হাজার ৯৪৯ জন
তবে আজ থেকে চালু হওয়া মেট্রো পরিষেবা নিতে গেলে অবশ্যই স্মার্টকার্ড লাগবে৷ টোকেনের বন্দোবস্ত এখনই হচ্ছে না৷ ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চালু হলেও লোকাল ট্রেন এখনও বন্ধই৷ তবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস, ট্যাক্সি, অটো, অ্যাপক্যাব ও ফেরি পরিষেবা চালু হচ্ছে