বুদ্ধদেব ভট্টাচার্য(Photo Credits: Social Media)

কলকাতা, ১৯ মে: সস্ত্রীক করোনায় আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Budhdhabeb Bhattachrjee)৷ এমনিতে বেশকিছু দিন ধরেই বুদ্ধবাবুর শরীর ভাল যাচ্ছিল না৷ মহামারীর মধ্যে দুজনের কেউই বাড়ির বাইরে বেরোতেন না৷ সেজন্য বুদ্ধবাবু এবার ভোট দিতেও যাননি৷ গত কয়েকদিন ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রী মীরাদেবীর শরীর ভাল যাচ্ছিল না৷ এরপরই তাঁদের দুজনের কোভিড টেস্ট করা হয়৷ মঙ্গলবার সেই রিপোর্ট এলে দেখা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন৷ শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে মীরা ভট্টাচার্যকে৷ আরও পড়ুন-Narada Scam: প্রেসিডেন্সি জেলে প্রথম রাতটা কীভাবে কাটালেন তৃণমূলের মন্ত্রীরা

অন্যদিকে বুদ্ধবাবুর শরীর ভাল না থাকলেও তিনি হাসপাতালে যেতে নারাজ৷ তাই বাড়িতেই চিকিৎসা চলছে৷ যদিও সিপিআইএম নেতৃত্বের ইচ্ছে বুদ্ধবাবুর চিকিৎসা হোক হাসপাতালে৷ তবে আশার বিষয় এখনও পর্যন্ত করোনা সংক্রান্ত কোনও জটিলতা বুদ্ধদেব ভট্টাচার্যর শরীরে পরিলক্ষিত হয়নি৷ এমনিতে সিওপিডির রোগী প্রবীণ সিপিআইএম নেতার নাকে দীর্ঘদিন ধরেই পোর্টেবল অক্সিজেন সিলিন্ডারের নল জুড়ে আছে৷ তাই করোনা পরিস্থিতিতে তাঁকে নিয়ে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে৷ পরবর্তি পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত নেওয়া নেবে আলিমুদ্দিন৷