বুদ্ধদেব ভট্টাচার্য। ফাইল ছবি। (Picture Credits: Facebook)

কলকাতা, ১৪ ডিসেম্বর: সঙ্কট কেটেছে। ভালোই রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাই মঙ্গলবার হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে তাঁকে ছাড়ার আগে আরও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে চান চিকিত্‍‌সকরা। রাইলস টিউব লাগানো থাকলেও রবিবার তিনি লাল চা খান,পাশাপাশি দুপুরে গলা খিচুড়ির পর রাতে খান স্যুপ। হাসপাতালের তরফে জানানো হয়েছে, রক্তচাপ, পালস, হৃদস্পন্দন, রক্তে অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের মাত্রার মতো তাঁর প্রায় সব শারীরিক মাপকাঠিই সন্তোষজনক।

রবিবার নিজের মুখে খেয়েছেন তরল খিচুড়ি, সামান্য পাকা পেঁপে এবং আঙুর ফল। মেকানিক্যাল ভেন্টিলেশন থেকে বুদ্ধবাবুকে সরিয়ে বাইপ্যাপে রাখা হয়। তবে দিন দুয়েক ধরে বাড়ি ফেরার জন্য জেদ করছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। চিকিৎসকরা বুঝিয়েছেন। রাজনৈতিক সহকর্মী ততা বাম নেতা ডাক্তার সূর্যকান্ত মিশ্রও তাঁকে আর কয়েকটা দিন হাসপাতালে থাকতে বলায় কিছুটা শান্ত হয়েছেন বুদ্ধবাবু। আরও পড়ুন, বন্ধ ইউটিউব এবং জিমেল পরিষেবা, ব্যবহার করা যাচ্ছে না গুগল চ্যাটও

রবিবার চিকিৎসকদের কাছে দলীয় মুখপত্র গণশক্তি-সহ বেশ কয়েকটি সংবাদপত্র পড়ার আবদার করেন। খবরের কাগজ এলেও শিরোনামের বেশি কিছু পড়তেই পারেননি। সর্বক্ষণের সঙ্গী তপনবাবু কাজ পড়ে শুনিয়েছেন।