কলকাতাঃ সকাল (Morning) হতেই গরমের (Heat) দাপট অব্যাহত। গুমট গরমে হাঁসফাঁস করছে বঙ্গবাসী। তবে বুধে এই অসহ্যকর গরম থেকে মুক্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। এই মুহূর্তে উত্তর বাংলাদেশ (Bangladesh) এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর সক্রিয় দু'টি ঘূর্ণাবর্ত। আর দুই ঘূর্ণাবর্তের জেরে বাংলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ঢুকতে শুরু করেহে জলীয় বাষ্প। যার জেরে ঢেলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আগামী এক সপ্তাহ বাংলায় দুর্যোগের পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
বুধে দিনভর কেমন থাকবে আবহাওয়া?
আজ, বুধবার বিকেল থেকেই সাজতে পারে আকাশ। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। আগামী ২৩ মে পর্যন্ত আবহাওয়া একইরকম থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুধু দক্ষিণবঙ্গই নয়, আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে উত্তরবঙ্গেও। জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং-সহ উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ মে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই এই জেলাগুলিতে জারি বৃষ্টির সতর্কতা। পাশাপাশি ২২ ২৩ মে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মেদিনীপুর ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় বৃষ্টি চলবে আগামী ২৪ মে পর্যন্ত। লাগাতার বৃষ্টির কারণে গরমের দাপট খানিকটা কমবে বলে অনুমান।
বিকেলেই ভোলবদল আবহাওয়ার, জেনে নিন ভিজবে কোন কোন জেলা
Special Bulletin-4 : Enhanced thunderstorm activity and Heavy rainfall over the districts of West Bengal. pic.twitter.com/IYAf51Un5M
— IMD Kolkata (@ImdKolkata) May 20, 2025