Cloudy (Photo Credits: Wikipedia)

কলকাতাঃ সোমেও অব্যাহত দুর্যোগ। কলকাতা(Kolkata)-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির(Rain) পূর্বাভাস। বুধবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। যার জেরে পরবর্তী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জেনে নিন সোমবার দিনভর কেমন থাকবে বঙ্গের আবহাওয়া। আজ, সোমবার দিনভর রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোম ও মঙ্গল দু'দিনই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বৃষ্টির দোসর হতে পারে ঝড়ো হাওয়া। উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

সোমবার কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? জানুন বিস্তারিত

তবে আগামী বুধবার থেকে নিম্নচাপের প্রভাবে বাড়বে ঝড়বৃষ্টি। একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টির পরিমাণ বাড়বে। ইতিমধ্যেই বুধবার থেকে বঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। অস্বস্তি জারি থাকবে। তবে আদ্রতাজনিত অস্বস্তি থাকলেও তাপমাত্রা খুব একটা বাড়বে না বলেই জানা গিয়েছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে সোমবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভিজতে পারে কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও দার্জিলিং।

মমতার মেগা সমাবেশে কি বাধা হয়ে দাঁড়াবে বৃষ্টি? সোমবার কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?