কলকাতা: রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে আরও ২ জনকে গ্রেফতার করল ইডি (Enforcement Directorate)। গত মঙ্গলবার একযোগে একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করে ইডি আধিকারিকরা। কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে গতকাল গভীর রাতে তৃণমূল নেতা আনিসুর রহমান (Trinamool Leader Anisur Rehman) ও তাঁর বড় ভাই আলিফ নুরকে গ্রেফতার করেছে ইডি।
উত্তর ২৪ পরগণার দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমানের বাড়িতে মঙ্গলবার ও বুধবার টানা তল্লাশি চলে। ইডির তদন্তে উঠে আসে তাঁদের বেড়াচাঁপায় ডিএলএড, বিএড কলেজ এবং আবাসিক মিশন রয়েছে। তদন্তকারীরা সেসবের আয়ের উৎস কী! তা জানতে চেয়ে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে তাঁদের তলব করে। রেশন ‘দুর্নীতি’কাণ্ডে গ্রেফতার হওয়া ব্যবসায়ী বাকিবুর রহমানের দুই আত্মীয় আলিফ নুর ও তৃণমূল নেতা আনিসুর রহমান গতকাল দুপুর ১২ টা নাগাদ সেখানে হাজি হন। প্রায় ১৪ ঘণ্টার ম্যারাথন জেরার পর জেরা করার পর গভীর রাতে তাঁদের গ্রেফতার করা হয়। আজ তাঁদের মেডিক্যাল টেস্টের জন্য সিটি কোর্টে হাজির করা হবে বলে ইডি সূত্রে খবর।
ইডির জালে গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (বালু) ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের বাড়ি ও অফিসে হানা দেয় ইডি আধিকারিকরা। ইডি সূত্রের খবর, বারিক বিশ্বাসের অফিস থেকে একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছে।