শীর্ষ বন্দ্যোপাধ্যায় (Photo Credits: Social Media)

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় সাহিত্যিক ও সাংবাদিক শীর্ষ বন্দ্যোপাধ্যায় (Sirsho Bandopadhyay)৷ সোমবার রাতেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন তিনি৷ ভোররাতে এল সেই দুঃসংবাদ৷  মৃত্যুকালে শীর্ষবাবুর বয়স হয়েছিল ৫০ বছর৷ ভয়েস অফ রাশিয়া, সকালবেলা, আজকাল-সহ বেশ কয়েকটি সংবাদপত্রে চুটিয়ে কাজ করেছেন তিনি৷ খবরের প্যাকেজ থেকে উপন্যাস, গল্প সবেতেই তুখোড় স্মার্টনেস ঝড়ে পড়ত৷ কটাক্ষের ছলেই যে রসিকতা করা যায় তা শীর্ষ বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি থাকা মানুষজন ভালই উপলব্ধি করেছেন৷ বাথরুমে শীর্ষবাবুকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর কন্যা৷ তড়িঘড়ি চিকিৎসককে খবর দেওয়া হলে তিনি পরীক্ষা করে জানান, অনেক আগেই প্রয়াত হয়েছেন সাহিত্যিক৷ আরও পড়ুন-Coronavirus Cases In India: করোনায় দৈনিক সংক্রমণ ২ লাখ ৬৩ হাজার ৫৩৩, মৃত ৪ হাজারেরও বেশি

এক সপ্তাহ আগেই পুরোনো সহকর্মীর কোভিডে চলে যাওয়া নিয়ে ফেসবুকে স্মৃতিচারণ করেছিলেন৷   সপ্তাহ ঘুরতে না ঘুরতেই তাঁর অবিচুয়ারি লিখছে কলকাতার সংবাদমহল৷ লেখকের সহকর্মী, জুনিয়র সাংবাদিকরা৷ ‘শার্দুল সুন্দরী’ উপন্যাসের হাত ধরে বাংলার পাঠক সমাজে দারুণ জনপ্রিয়তা পান তিনি৷   এখন রবিবার খবরের কাগজ মানেই শীর্ষ বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিক উপন্যাস ‘দ্রোহকাল’৷ গত রবিবারও একনিষ্ঠ পাঠক সামনের রবিবারের পাতায় যখন শীর্ষবাবুকে খুঁজবেন তখন তো আমাদের দ্রোহকাল শুরু হয়েছে৷ যা আর এজীবনে কাটবে না৷