চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ফের পরীক্ষায় বসতে হবে, রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরোধীতা শুরু করেছেন প্রতিবাদীরা। এই নিয়ে শুক্রবার শিয়ালদহ (Sealdah) স্টেশন চত্বরে জমায়েত করার চেষ্টা করেন। কিন্তু তার আগেই বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভকারীদের মধ্যে ১০ জনকে আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যান। এদিন কলকাতা পুলিশের ডিসি (সাউথ সাব আর্বান) বিদিশা কলিতার নেতৃত্বে শিয়ালদহ স্টেশন চত্বরে মোতায়েন ছিল বিরাট পুলিশ বাহিনী। আগে থেকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কয়েকজন শিক্ষক-শিক্ষিকাকে আটক করে নেন তাঁরা।

শিক্ষকদের প্রতিবাদ মিছিলকে ছত্রভঙ্গ

অন্যদিকে শিয়ালদহে প্রতিবাদ না হওয়ায় আন্দোলনকারীদের মধ্যে কয়েকজন ধর্মতলায় চলে যান। সেখানে গান্ধী মূর্তির পাদদেশে জমায়েত করেন তাঁরা। কিন্তু সেখানেও পুলিশ গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করেন। আটক করা হয় ৯ জন প্রতিবাদী শিক্ষকদের। তাঁদের মধ্যে একজনের পায়ে চোট লেগেছে বলে জানা যাচ্ছে। যদিও এই নিয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি।

এই প্রসঙ্গে এক বিক্ষোভকারী বলেন, “আমরা তো একবার পরীক্ষা দিয়েছি। ১০ বছর আগে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি। কিন্তু আবার কেন পরীক্ষা দেব? আমরা সেই কারণে প্রতিবাদ করছি। রাজ্য তথা গোটা দেশকে জানাতে চাইছি যে আমাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। কিন্তু আমাদের কথা পৌঁছাতে দেওয়া হচ্ছে না। পুলিশ আটকে দিচ্ছে। আমাদের অস্ত্র তো পেন। সেটার নিয়েই আমরা লড়ছি”।