জঙ্গলে বেরিয়েছিল হাতির দল। আর তাই শুনে দুই বন্ধুকে নিয়ে জঙ্গলে গিয়েছিল দেবপ্রিয় মাহাতো নামে বছর ১৪-এর যুবক। কিন্তু তারপরেই এরকম মর্মান্তিক পরিণতি হবে, তা কল্পনাও করতে পারেনি তাঁর পরিবার। রিলস বানাতে গিয়ে ক্ষুব্ধ হাতির মাঝে পড়ে মৃত্যু হল তাঁর। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) কোশিয়াড়ি থানার খাজরা গ্রাম পঞ্চায়েতের হাতিগেড়িয়া জঙ্গলে। জানা যাচ্ছে, কিশোরটি গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে কাতড়াচ্ছিল। কিন্তু তখনও হাতির দল এলাকা ছাড়েনি। দেহ নিথর হয়ে যাওয়ার পর এলাকা ছাড়ে হাতির পাল।
জানা যাচ্ছে, শনিবার বিকেলে বন্ধুদের থেকে জানতে পারে যে ওই এলাকায় হাতির দল বেরিয়েছে। তখনই দেবপ্রিয় বাড়িতে কিছু না জানিয়েই তাঁদের সঙ্গে চলে যায়। এরপর হাতি দেখে রিলস বানাতে শুরু করে সে। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই কয়েকটি হাতি তাঁদের তাড়া করে। প্রাণে বাঁচতে তিনজনই দৌড় শুরু করে। কিন্তু কিছুটা পিছিয়ে পড়ে যায় দেবপ্রিয়। এমনকী প্রাণে বাঁচতে গাছে উঠে শেষ চেষ্টাও করেছিল সে। অন্যদিকে গ্রামের বাসিন্দাদের কাছে গিয়ে পুরো বিষয়টি জানায় তাঁর বন্ধুরা।
কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। জানা যাচ্ছে, হাতিরা গাছ থেকে আছড়ে নিয়ে মাটিতে ফেলে কিশোরকে। রক্তাক্ত অবস্থায় গোঙাতে থাকে সে। অন্যদিকে ঘটনাস্থলে চলে আসে বন দফতরের কর্মীরাও। কিন্তু কোনওভাবেই ওই জায়গাটা ছাড়ছিল না হাতির দল। শেষে যখন কিশোরটি মারা গেল তখন এলাকা ছাড়ে হাতিগুলি। তারপরে দেহটি উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা।